vastu tips for idols

অজান্তেই ‘অশুভ’ দেবদেবীর মূর্তি রেখে আরাধনা করছেন না তো? সুখের বদলে জীবন হবে সমস্যাসঙ্কুল, বাড়বে অশান্তি!

এমন কিছু দেবদেবীর মূর্তি রয়েছে, যা বাড়িতে প্রতিষ্ঠা করলে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। জীবনে অশান্তি নেমে আসতে পারে। সংসারের সুখ বিনষ্ট হতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১১:০৮
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সংসারে সুখ ও আয়পয় বৃদ্ধি করতে বাড়ির বিভিন্ন স্থানে দেবদেবীর মূর্তি রাখার চল রয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী দেবতাদের বিগ্রহ রাখলে উপকার পাওয়া যায়। বাস্তুতে কোনও ত্রুটি থাকলে সেই দোষ এড়ানো সম্ভব হয়। বাড়িতে বাস্তুনীতি অনুসরণ করলে ইতিবাচক ফলাফল পাওয়া যেতে পারে। আপনার জীবনে সুখ এবং শান্তি আনতে পারে আরাধ্য দেবতার মূর্তি। ঘরে দেবতার মূর্তি রাখার আগে অবশ্যই একটা বিষয় জেনে রাখা প্রয়োজন।

Advertisement

এমন কিছু দেবদেবীর মূর্তি রয়েছে, যা বাড়িতে প্রতিষ্ঠা করলে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। জীবন থেকে সুখ সরে অশান্তি নেমে আসতে পারে। তাই বিবেচনা করে তবেই ঘরে দেবদেবীর মূর্তি বা ছবি রাখতে হবে। আসুন দেখে নেওয়া যাক ঘরে কোন দেবদেবীর মূর্তি রাখলে অমঙ্গলের খাঁড়া নেমে আসতে পারে সংসারে।

বাড়িতে নৃত্যরত নটরাজের মূর্তি রাখা উচিত নয়। এই মূর্তি মহাদেবের রুদ্র রূপকে তুলে ধরে। ধর্মীয় বিশ্বাস অনুসারে বাড়িতে মহাদেবের ক্রুদ্ধ মূর্তি রাখা সঠিক নয়। মূর্তির রুদ্র প্রভাবে পরিবারে অশান্তি ও দুশ্চিন্তার পরিবেশ তৈরি হতে পারে।

Advertisement

বাস্তুশাস্ত্র অনুযায়ী রাহু-কেতু, কালভৈরবের মতো কোনও উগ্র দেবতার মূর্তি রাখা অনুচিত। এর ফলে আমাদের জীবনে সেই কুপ্রভাব পড়ে। সংসারের সুখ বিনষ্ট হতে পারে। ঠাকুরের আসনে একাধিক শিবলিঙ্গ থাকা উচিত নয়, অন্যথায় আপনি শুভ ফল পাবেন না।

বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার বাড়ির মন্দিরে বা দেবতাদের সিংহাসনে ভাঙা মূর্তি কখনও রাখা উচিত নয়। কারণ এটি নেতিবাচক শক্তিকে টেনে আনে। এর ফলে দ্বন্দ্ব এবং ঝগড়া হয়। এমন পরিস্থিতিতে এই মূর্তিগুলিকে নদীর জলে ভাসিয়ে দেওয়াই যুক্তিযুক্ত। সেটি সম্ভব না হলে এই মূর্তিগুলিকে অশ্বত্থ গাছের নীচেও রাখতে পারেন।

এ ছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে, যুদ্ধ বা হিংসার ঘটনা রয়েছে এমন কোনও ছবি বা মূর্তি বাড়িতে রাখা উচিত নয়। এই মূর্তিগুলি বাড়িতে নেতিবাচক শক্তি ছড়িয়ে দিতে পারে। জীবনে শান্তি থাকার বদলে সমস্যাসঙ্কুল হয়ে উঠতে পারে। ঘরে সর্বদা দেবতার মৃদু এবং আশীর্বাদপূর্ণ ভঙ্গির মূর্তি রাখা উচিত। এই ধরনের মূর্তি রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং বাড়িতে সুখ-শান্তি আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement