Astro Tips

ঘুমের মধ্যে সৌভাগ্য লাভ! রাতে শুতে যাওয়ার আগে বালিশের নীচে রাখুন নির্দিষ্ট কিছু জিনিস, খুব ভাল ফল পাবেন

শাস্ত্রে বেশির ভাগ উপায় সকালের দিকে পালন করার কথাই বলা হয়। তবে কিছু উপায় আছে যা রাতে পালন করতে হয়। তেমনই একটি উপায় হল বালিশের নীচে কিছু জিনিস রেখে ঘুমোনো।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৬:১৫
Share:

—প্রতীকী ছবি।

বহু মানুষই ভাল থাকার লক্ষ্যে নানা উপায় পালন করে থাকেন। যে কোনও উপায় করার বিশেষ একটা সময় থাকে। শাস্ত্রে বেশির ভাগ উপায় সকালের দিকে পালন করার কথাই বলা হয়। তবে কিছু উপায় আছে যা রাতে পালন করতে হয়। তেমনই একটি উপায় হল বালিশের নীচে কিছু জিনিস রেখে ঘুমোনো। জ্যোতিষশাস্ত্রে মনে করা হচ্ছে, রাতে ঘুমোতে যাওয়ার সময় যদি বালিশের নীচে বিশেষ কয়েকটা জিনিস রেখে ঘুমোনো যায়, তা হলে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Advertisement

কোন সমস্যা তাড়াতে কী রাখতে হবে?

১) জীবনে আর্থিক উন্নতি আনতে বালিশের নীচে ময়ূরের পালক রেখে ঘুমোতে যান। তবে খেয়াল রাখতে হবে ময়ূরের পালকটি যেন একদম নিখুঁত হয়।

Advertisement

২) হলুদ বালিশের নীচে রেখে ঘুমোলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নতি হয়। এ ক্ষেত্রে শুকনো গাঁট হলুদ রাখতে হবে।

৩) নজরদোষ থেকে মুক্তি পেতে বালিশের নীচে লবঙ্গ রেখে ঘুমোতে পারেন। পাঁচটি বা সাতটি লবঙ্গ রাখতে হবে।

৪) বালিশের নীচে গোলমরিচ রেখে ঘুমোলে ভাগ্যের উন্নতি হয় চোখে পড়ার মতো। পাঁচটা বা সাতটা গোলমরিচ রাখতে হবে।

৫) এলাচ যদি বালিশের নীচে রেখে ঘুমোনো হয়, তা হলে আয়ের পথে থাকা বাধা কেটে যায়। নতুন আয়ের উৎসও খুঁজে পাওয়া যায়।

৬) দারচিনি বালিশের নীচে রেখে ঘুমোলে সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং সমৃদ্ধিও আসে।

৭) বালিশের নীচে লেবুপাতা রেখে ঘুমোলে শান্তি লাভ করা যায়। অযাচিত সমস্যার পরিমাণ কমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement