Vastu Tips

কেতাদুরস্ত জিনিস দিয়ে ঘর সাজাতে ভালবাসেন? বিশেষ কিছু সামগ্রী গৃহসজ্জায় ব্যবহার করা নিষেধ, অন্যথায় হয় ক্ষতি

কিছু জিনিস রয়েছে যা বাড়িতে রাখা অনুচিত। এর ফলে বাস্তুর ক্ষতি হয়। সেই জিনিসগুলি শুভ শক্তির প্রবাহপথে বাধা হিসাবে কাজ করে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৬:৩৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাড়িতে শুভ শক্তি প্রবাহিত হোক তা আমরা সকলেই চাই। কিন্তু আমাদেরই অজান্তে করে ফেলা কিছু ভুলের জন্য বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে না। বদলে অশুভ শক্তি আমাদের ঘরবাড়ি ও জীবনকে গ্রাস করে। বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করলে সেটা যেমন বাস্তুর ক্ষতি করে, তেমনই ক্ষতি করে আমাদের জীবনের। এর ফলে সফলতা প্রাপ্তিতেও বাধার সম্মুখীন হতে হয়। শান্তির বিঘ্ন ঘটে। কিছু জিনিস রয়েছে যা বাড়িতে রাখা অনুচিত। এর ফলে বাস্তুর ক্ষতি হয়। সেই জিনিসগুলি শুভ শক্তির প্রবাহপথে বাধা হিসাবে কাজ করে। কোন জিনিসগুলি বাড়িতে না রাখাই ভাল দেখে নিন।

Advertisement

নকল গাছ: অনেকেই নকল গাছ দিয়ে বাড়িঘর সাজান। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে নকল গাছ রাখা উচিত নয়। এর ফলে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়।

বিছানার নীচে সরঞ্জাম: অনেকেই জায়গা বাঁচানোর উদ্দেশ্যে বিছানার নীচে নানা জিনিস জমিয়ে রেখে দেন। এটি করে আমরা অজান্তে নিজেদেরই ক্ষতি ডেকে আনি। বিছানার নীচের অংশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। সেই অংশে জিনিস জমিয়ে রাখা মানে নেগেটিভ শক্তিকে নিজের দিকে আকৃষ্ট করা।

Advertisement

তীক্ষ্ণ কোনাযুক্ত জিনিস: বহু মানুষই পুরনো দিনের অস্ত্র দিয়ে ঘর সাজাতে ভালবাসেন। তবে শাস্ত্র জানাচ্ছে এই কাজ করা উচিত নয়। তীক্ষ্ণ কোনাযুক্ত কোনও জিনিস ঘর সাজানোর কাজে ব্যবহার করতে নেই। এর ফলে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে।

টেরাবাঁকা আয়না: আজকাল বাজারে বিভিন্ন আকৃতির আয়না কিনতে পাওয়া যায়। তবে শাস্ত্রমতে, কেতাদুরস্ত, টেরাবাঁকা আয়না দিয়ে ঘর সাজানো নিষিদ্ধ। কারণ সেই আয়না বাড়ির জন্য অশুভ শক্তি বয়ে নিয়ে আসে। আয়নাকে বাঁকিয়েও রাখা যাবে না, সেটিকে সোজা করে রাখাই বাস্তুসম্মত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement