Lucky Zodiac Signs

যেটা করবেন বলে ভাবেন, সেটা করেই ছাড়েন, সঙ্গ দেয় কপাল! রাশিচক্রের পাঁচ রাশির ‘প্রকৃত বন্ধু’ হল ভাগ্য

বহু পরিশ্রম করার পরও অনেক সময় বিফল হতে হয়। কারণ ভাগ্যে সেই জিনিসটা পাওয়ার যোগ থাকে না। তবে রাশিচক্রের পাঁচ রাশির ব্যক্তিদের এ সংক্রান্ত সমস্যার মুখে সচরাচর পড়তে হয় না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৮:০৫
Share:

—প্রতীকী ছবি।

ভাগ্যের সঙ্গ পাওয়া সকলের কপালে থাকে না। আর ভাগ্য সঙ্গ না দিলে শত চেষ্টার পরও সফলতা লাভ করা যায় না। সেই কারণে বহু পরিশ্রম করার পরও অনেক সময় বিফল হতে হয়। কারণ ভাগ্যে সেই জিনিসটা পাওয়ার যোগ থাকে না। তবে রাশিচক্রের পাঁচ রাশির ব্যক্তিদের এ সংক্রান্ত সমস্যার মুখে সচরাচর পড়তে হয় না। কারণ তাঁদের ভাগ্য প্রায় কখনওই তাঁদের সঙ্গে প্রতারণা করে না। বেশির ভাগ ক্ষেত্রে এঁরা ভাগ্যের সঙ্গ পান। তাই সহজেই সব কাজে সফল হতে পারেন।

Advertisement

রাশিচক্রের সৌভাগ্যবান রাশি কারা?

বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকারা চট করে সফলতার স্বাদ পান না। তবে এঁরা কখনও অভাবের মধ্যেও থাকেন না। যে জিনিসটা পাওয়ার লক্ষ্যে বৃশ্চিক জাতক-জাতিকারা পরিশ্রম করেন, সেটা এঁরা পেয়েই ছাড়েন। সাহায্য করে ভাগ্য। জীবনে কোনও বড় ভুল করে ফেললেও ভাগ্যের কৃপায় এঁরা সেটা শুধরে নেওয়ারও সুযোগ পেতে যান। এঁদের অগ্রগতি ধীরে হলেও, একদিন এঁরা উন্নতির শিখরে পৌঁছোন।

Advertisement

সিংহ: সূর্যের রাশি সিংহের জাতক-জাতিকারা সকলের উপর কর্তৃত্ব ফলাতে ভালবাসেন। নেতৃত্বদানেই এঁরা প্রকৃত সুখ খুঁজে পান। জীবনের ময়দানে তাঁরা তাঁদের মনের মতো সুযোগও পেয়ে যান। সঙ্গ দেয় ভাগ্য। সিংহ জাতক-জাতিকারা পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারেন। কারণ ভাগ্য কখনও এঁদের প্রতারিত করে না।

কন্যা: নিখুঁত প্রেমী কন্যার জাতক-জাতিকাদেরও ভাগ্যের পরিহাসের শিকার কখনও হতে হয় না। বরং ভাগ্য সর্বদা এঁদের সঙ্গেই থাকে। কর্মের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা এঁদের নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। কন্যা জাতক-জাতিকারা যেমন পরিশ্রম করেন, বেশির ভাগ সময় তার সমপরিমাণ ফলই পান। কারণ এঁদের ভাগ্যই এঁদের প্রকৃত বন্ধু।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা হুট করে সফল হওয়ার সুখ পান না। তবে এঁরা কখনও পরিশ্রম করা ছাড়েন না। এই রাশির জাতক-জাতিকারা ফলের আশা না করে পরিশ্রম করে চলেন। তাই ফল পাওয়া এক বার যখন শুরু করেন, তখন আর এঁদের ফিরে তাকাতে হয় না। ভাগ্যের কল্যাণে এঁরা উন্নতির সিঁড়ি বেয়ে তরতরিয়ে উপরে উঠে যান। বৃশ্চিক জাতক-জাতিকারা অগ্রগতির পথে পা বাড়ালে তাঁদের আর কেউ ছুঁতে পারেন না।

মকর: শনির রাশি মকর যেমন নিজের জাতক গ্রহের সঙ্গ সর্বদা পান, তেমনই ভাগ্যও এঁদের কখনও ফিরিয়ে দেয় না। তার কারণ এঁরা কখনও নিয়মের বাইরে কোনও কাজ করেন না। যে কোনও কাজ মকর জাতক-জাতিকারা সঠিক নিয়ম মেনে করতে পছন্দ করেন। এঁরা কম বয়সেই স্থির করে নেন যে কী চান এবং লক্ষ্যস্থির রেখে এগিয়ে চলেন। সেই কারণে ভাগ্যও সর্বদা, সব ক্ষেত্রে এঁদের সঙ্গ দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement