স্বামী বা স্ত্রীর চরিত্র জানুন

রবি ও বুধ জন্মছকে কোনও একঘরে একসঙ্গে অবস্থান করলে যেমন বুধদিত্য যোগ সৃষ্টি করে। এতে জাতক জাতিকা জ্ঞানী, গুনী ও পণ্ডিত হয়। সম্পদশালী হয়, মন্ত্রীও হয়, বড় সরকারী কর্মচারী হয়। সমাজের স্বনামধন্য ব্যক্তি হয়। 

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ২০ মে ২০১৮ ০০:০১
Share:

রবি বুধ যুগ্ম ভাবে সপ্তম ভাবে অবস্থান করেঃ

Advertisement

রবি ও বুধ জন্মছকে কোনও একঘরে একসঙ্গে অবস্থান করলে যেমন বুধদিত্য যোগ সৃষ্টি করে। এতে জাতক জাতিকা জ্ঞানী, গুনী ও পণ্ডিত হয়। সম্পদশালী হয়, মন্ত্রীও হয়, বড় সরকারী কর্মচারী হয়। সমাজের স্বনামধন্য ব্যক্তি হয়।

সেইরূপ কোনও জাতক জাতিকার জন্মছকে রবি ও বুধ যুগ্মবস্থান সপ্তম ভাবে অবস্থান করলে তার স্ত্রীর চরিত্র বা স্বামীর চরিত্র কেমন হবে তা জানা যাবে।

Advertisement

যদি দেখা যায় স্বামীর ছকে রবি বুধ সপ্তমে শুভ ভাবে অবস্থান করছে, কোনও অশুভ গ্রহ যেমন শনি বা রাহু বা কোনও শত্রু গ্রহদ্বারা আক্রান্ত নয়, তাহলে তার স্ত্রীর চরিত্র অবশ্যই ভাল হবে, তার স্ত্রী সৎ স্বভাবের ও ভদ্রঘরের হবে। একই ভাবে কোনও স্ত্রীর জন্মছকে ঐ একই ভাবে রবি বুধ অবস্থান করছে, তাহলে তার স্বামীর চরিত্র ভাল হবে। সে বনেদী ঘরের সম্ভ্রান্ত বংশীয় হবে।

যদি দেখা যায়, স্বামীর জন্মকুন্ডলীতে সপ্তম ভাবে রবি বুধ যুগ্মভাবে অবস্থান করছে কিন্তু শনি বা শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট, তাহলে তার স্ত্রীর স্বভাব চরিত্র মোটেই ভাল হবে না। সে অসৎ চরিত্রের বৌ হবে।

রবি ও বুধ যখন আলাদা আলাদ ঘরে অবস্থান করেঃ

যখন কোন জাতকের ছকে রবি আগে থাকে ষষ্ঠ ঘরে আর বুধ পরে থাকে সপ্তম ঘরে, তখন স্ত্রীর চরিত্র ভাল হয় তবে অশুভ শনি দ্বারা যেন দৃষ্ট না হয়।

আর যখন বুধ আগে থাকে ষষ্ঠ ঘরে এবং রবি পরে থাকে সপ্তম ঘরে থাকে, সেক্ষেত্রে স্ত্রীর স্বভাব চরিত্র ভাল হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement