—প্রতীকী ছবি।
হিন্দু ধর্মে হনুমান চালিশার মাহাত্ম্য সম্বন্ধে আমাদের সকলেরই জানা রয়েছে। হনুমান চালিশা পাঠ করার ফলে নানা দিক থেকে সুফল লাভ করা যায়। অনেকেই মনে করেন শুধু সকালবেলাই হনুমান চালিশা পাঠ করা যায়। কিন্তু এই ধারণা ভুল। সমস্ত কাজের পর, দিনের শেষে বাড়ি ফিরেও হনুমান চালিশা পাঠ করতে পারেন। কেবল মঙ্গলবারই নয়, সপ্তাহের যে কোনও দিনই হনুমান চালিশা পাঠ করা যেতে পারে। শাস্ত্র মতে, প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার রাতে হনুমান চালিশা পাঠ করলে কর্মক্ষেত্রে উন্নতি সাধন হয়। দিনের যে কোনও সময় হনুমান চালিশা পাঠ করার ফলে কী কী হয় জেনে নিন।
হনুমান চালিশা পাঠের গুণাগুণ:
১. নেগেটিভ মনোভাব কেটে যায়: নিত্য দিনের জীবনে আমাদের নানা বাধার সম্মুখীন হতে হয়। এর ফলে আমাদের মনোবল ভেঙে যায়। মাথায় নানা নেগেটিভ চিন্তা ভিড় করে আসে। প্রতি দিন হনুমান চালিশা পাঠ করলে সেই সকল নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এর ফলে আটকে থাকা কাজও খুব শীঘ্রই মিটে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
২. ভয় দূর করে: কোনও ভয়ের মুহূর্তে হনুমান চালিশা পাঠ করলে সেই ভয় কেটে যায়। উদ্বেগের হাত থেকেও রেহাই পাওয়া যায়। মনে সাহস আসে। অপ্রীতিকর পরিস্থিতিতে লড়াই করার শক্তি জোগায়।
৩. মনোযোগ বৃদ্ধি পায়: হনুমানজি হল শৃঙ্খলা ও একাগ্রতার প্রতীক। নিয়মিত হনুমান চালিশা পাঠ করলে মন শান্ত হয়, যার ফলে যে কোনও কাজ করার সময় তাতে মনোনিবেশ করার ক্ষমতাও বৃদ্ধি পায়।
৪. পাপ মুক্তি হয়: দৈনন্দিন জীবনে আমরা নিজের অজান্তেই নানা ভুল করে থাকি। প্রতি দিন হনুমান চালিশা পাঠ করলে সেই সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
৫. ঘুম ভাল হয়: রাতে ঘুমোতে যাওয়ার আগে হনুমান চালিশা পাঠ করলে ঘুম না হওয়ার সমস্যা অনেকটা কেটে যেতে পারে। এটি পাঠ করার ফলে আমাদের মন শান্ত হয়, সমস্ত প্রকার অযথা চিন্তা কেটে যায়। এই কারণে ভাল ঘুম হয়।