Salt Water Mopping Benefits

ঘর মোছার জলে মেশাতে হবে রান্নাঘরের একটি অতি সাধারণ জিনিস, রেহাই পাবেন সকল অশুভ শক্তি থেকে

যে কাজই করতে যান না কেন, তাতেই বাধার সম্মুখীন হতে হয়। জীবন নেগেটিভ শক্তিতে ভরে ওঠে। বাস্তুশাস্ত্রে এর থেকে রেহাই পাওয়ার খুব সহজ একটি টোটকার কথা বলা রয়েছে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১২:৫০
Share:

—প্রতীকী ছবি।

কখনও কখনও আমাদের সময় খুব খারাপ যায়। চেষ্টা করেও সেই বাজে সময়ের হাত থেকে আমরা রেহাই পাই না। এর ফলে আমাদের মানসিক স্বাস্থ্যের উপরেও প্রভাব পড়ে। আমরা অনেকেই মানসিক ভাবে ভেঙে পড়ি। কোনও কিছুই করতে মন চায় না। যে কাজই করতে যান না কেন, তাতেই বাধার সম্মুখীন হতে হয়। জীবন নেগেটিভ শক্তিতে ভরে ওঠে। এর অর্থ হতে পারে আপনার বাড়িতে অশুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব আপনার ব্যক্তিগত জীবনের উপরেও পড়ছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য শীঘ্রই কোনও ব্যবস্থা না নিলে জীবন আরও জটিল হয়ে উঠতে পারে।

Advertisement

বাস্তুশাস্ত্রে এর থেকে রেহাই পাওয়ার খুব সহজ একটি টোটকার কথা বলা রয়েছে। সেই টোটকাটি পালন করতে লাগবে রান্নাঘরের অতি সাধারণ একটি উপাদান। নিত্য দিন ঘর মোছার জলে সেই উপাদানটি মিশিয়ে ঘর মুছলেই হবে সমস্যার সমাধান। বাড়ির এবং জীবনের সকল প্রকার নেগেটিভ শক্তির হাত থেকে রেহাই মিলবে অনেকটা।

ঘর মোছার জলে কী মেশাবেন এবং এর ফলে কী হবে?

Advertisement

আমাদের সকলের রান্নাঘরেই নুন রয়েছে। ঘর মোছার জলে সেই নুন অল্প পরিমাণে মিশিয়ে নিয়ে ঘর মুছলেই রেহাই পাবেন নেগেটিভ শক্তিদের হাত থেকে। কিন্তু বৃহস্পতিবার এবং রবিবার এই কাজটি করা যাবে না। এই দু’দিন বাদ দিয়ে, সপ্তাহের বাকি দিনগুলি নির্দ্বিধায় এই কাজটি করতে পারেন। আপনারই লাভ হবে। জীবনের সমস্ত বাধা ধীরে ধীরে কেটে যাবে। জীবনে সুখশান্তি ফিরে আসবে, বাড়িতেও শান্তি বজায় থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement