—প্রতীকী ছবি।
শনিদেব যখন কোনও কোষ্ঠীতে খারাপ অবস্থানে থাকেন, তখন উক্ত ব্যক্তির জীবনে নানা দিক থেকে সমস্যা সৃষ্টি হয়। জীবনে যতই পরিশ্রম করুন না কেন, সফলতা আসতে দেরি হবেই। নিজের কাজের প্রতি অলসতা এসে যাবে এবং কাজ নষ্ট হবে। শনিদেব যদি খারাপ অবস্থায় থাকেন, তা হলে পারিবারিক জীবনে কোনও সুখ পাওয়া যায় না। পরিশ্রমের ফল পেতে দেরি হয়। সেই ফল যখন গিয়ে পাওয়া যায়, তখন আর সেটির কোনও প্রয়োজন থাকে না। তাই জ্যোতিষশাস্ত্রে শনিদেবের খারাপ প্রভাব থেকে রক্ষা পাওয়ার নানা টোটকার কথা বলা রয়েছে। সেগুলির মধ্যে খুব সহজ একটা টোটকা রয়েছে। সেই টোটকাটি সঠিক নিয়ম মেনে পালন করলে শনিদেবের খারাপ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।
টোটকা:
আপনাদের আশপাশে থাকা অশ্বত্থ গাছের নীচে পাঁচটি প্রদীপ জ্বালতে হবে। সেগুলির মধ্যে একটি শনিদেবের নামে, দ্বিতীয়টি অশ্বত্থ গাছের নামে, তৃতীয়টি হনুমানজির নামে, চতুর্থটি নিজের ইষ্টদেবতার নামে এবং পঞ্চমটি পিতৃপুরুষদের নামে জ্বালতে হবে। এই কাজটা পর পর আটটি শনিবার করতে হবে। এই প্রদীপটা সর্ষের তেল বা তিলের তেল দিয়ে জ্বালতে পারেন। প্রদীপগুলো মাটির হতে হবে। সকাল বা সন্ধ্যা, যে কোনও সময়েই এই কাজটা করা যেতে পারে। এই কাজটা পুরুষ এবং মহিলা, সকলেই করতে পারবেন।
এর ফলাফল:
এই কাজটা পর পর আটটা শনিবার করলে কিছুটা হলেও শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। জীবনে যত প্রকার বাধা ছিল তা ধীরে ধীরে দূর হয়ে যাবে, এ ছাড়া নানা দিক থেকে ভাল ফল পেতে শুরু করবেন।