—প্রতীকী ছবি।
গ্রহের প্রভাবে, অর্থাৎ জন্মকালীন এবং গোচরকালীন গ্রহের অবস্থান মানুষের জীবনের প্রত্যেক ঘটনার উপর শুভ বা অশুভ প্রভাব দান করে। বিভিন্ন সম্পর্কের উপর যেমন প্রভাব পড়ে, তেমনই দাম্পত্যসুখ এবং প্রেমের উপরও এর প্রভাব পড়ে। গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী বিভিন্ন রাশির ব্যক্তিরা ভিন্ন ভিন্ন ফল পেয়ে থাকেন। জন্মকালীন গ্রহের প্রভাব এবং দশা অনুযায়ী সেই ফলের পরিবর্তন হতে পারে। মে মাসে কোন রাশির প্রেমের ভাগ্য এবং দাম্পত্যসুখ কেমন থাকবে জেনে নিন।
মে মাসের দাম্পত্যজীবন এবং প্রেম:
মেষ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগে বেশি ভাল ফল পাওয়া যাবে। প্রথমভাগে বিভিন্ন সমস্যা, অশান্তি এবং বিপত্তির মধ্যে পড়তে হতে পারে। প্রেমের ক্ষেত্রেও মাসের দ্বিতীয়ভাগের তুলনায় প্রথমভাগ শুভ।
বৃষ রাশি: মাসের প্রথমভাগে দাম্পত্যজীবন সুখে কাটলেও পরবর্তী সময়ে অশান্তি সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগে বেশি ভাল ফল পাবেন।
মিথুন রাশি: মিথুন রাশির ব্যক্তিরা দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগে বেশি ভাল ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ভাগ শুভ, প্রথমভাগে জেদ ও রাগ বর্জন করা জরুরি। নচেৎ সম্পর্কে সমস্যার সৃষ্টি হবে।
কর্কট রাশি: মে মাসে কর্কট রাশির দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতি এবং দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে অন্যান্য গ্রহের সম্পর্ক অনুযায়ী, মাসের প্রথমভাগে ভাল ফল প্রাপ্ত হলেও পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে। প্রেমের ক্ষেত্রেও মাসের দ্বিতীয়ভাগের তুলনায় প্রথমভাগ বেশি শুভ দেখা যাচ্ছে।
সিংহ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতি এবং দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে অন্যান্য গ্রহের সম্পর্ক অনুযায়ী, মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমভাগে একটু ঝগড়া-ঝামেলা হতে পারে। প্রেমের ক্ষেত্রে মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগে বেশি ভাল ফল পাবেন।
কন্যা রাশি: মাসের প্রথমভাগে দাম্পত্যসুখের ক্ষেত্রে বিভিন্ন জটিলতার আশঙ্কা দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাগে জটিলতা কেটে গিয়ে তুলনামূলক শুভ ফল প্রাপ্ত হবে। প্রেমের ক্ষেত্রেও মাসের দ্বিতীয়ভাগের তুলনায় প্রথমভাগ শুভ।
তুলা রাশি: তুলা রাশির দাম্পত্যসুখের ক্ষেত্র মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগে বেশি শুভ। প্রেমের ক্ষেত্রেও মাসের দ্বিতীয়ভাগে ভাল ফল পাবেন।
বৃশ্চিক রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথমভাগে শুভ ফল প্রাপ্ত হলেও, দ্বিতীয়ভাগে ফলের পরিবর্তন ঘটবে। প্রেমের ক্ষেত্রে প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগ বেশি শুভ দেখা যাচ্ছে।
ধনু রাশি: মাসের দ্বিতীয়ভাগে ধনু রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে বৃহস্পতি প্রবেশ করবে এবং শুভ ফল লাভ করবেন। প্রেমের ক্ষেত্রেও ভাল ফল পাবেন। মাসের দ্বিতীয়ভাগ শুভ দেখা যাচ্ছে।
মকর রাশি: মকর রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান রয়েছে। এর ফলে দাম্পত্যসুখের ক্ষেত্রে আশানুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। রাগ, জেদ, অহঙ্কার নিজের বশে রাখা প্রয়োজন, নয়তো মুশকিলে পড়বেন। প্রেমের ক্ষেত্রে মাসের প্রথমভাগ শুভ হলেও পরবর্তী ভাগে সমস্যা দেখতে পাওয়ার আশঙ্কা রয়েছে।
কুম্ভ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র মাসের প্রথমভাগে শুভ হলেও, পরবর্তীভাগে দাম্পত্যসুখ প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমের ক্ষেত্রে মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগ শুভ।
মীন রাশি: মাসের দ্বিতীয়ভাগে দাম্পত্য সুখেরক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। প্রেমের ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে না। রাগ, জেদ, অহঙ্কার বশে রাখা প্রয়োজন।