কাকবন্ধ্যা যোগ ও বন্ধ্যা যোগ কখন হয়

মানবজীবনে আমরা নানা সমস্যার মুখোমুখি হয়ে থাকি। আর কিছু সমস্যার জন্য সর্বদা নারীকেই দায়ী করা হয়ে থাকে। তার মধ্যে একটি হল সন্তানহীনতা বা বন্ধ্যা যোগ। বন্ধ্যা যোগ নারী বা পুরুষ উভয়েরই হয়ে থাকে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৮ ০০:০১
Share:

মানবজীবনে আমরা নানা সমস্যার মুখোমুখি হয়ে থাকি। আর কিছু সমস্যার জন্য সর্বদা নারীকেই দায়ী করা হয়ে থাকে। তার মধ্যে একটি হল সন্তানহীনতা বা বন্ধ্যা যোগ। বন্ধ্যা যোগ নারী বা পুরুষ উভয়েরই হয়ে থাকে।

Advertisement

কাকবন্ধ্যা যোগঃ-

পঞ্চমপতি অন্তগত, পাপক্রান্ত ও দুর্বল হলে অথবা নীচস্থ হয়ে ষষ্ঠস্থ হলে কাকবন্ধ্যা হয় অর্থাৎ একটি মাত্র সন্তান জন্মের পর আর সন্তান হয় না। পঞ্চমপতি ষষ্ঠস্থ ও লগ্নপতি মঙ্গলের ক্ষেত্রস্থ হলে প্রথম সন্তানের মৃত্যু ও তারপর কাকবন্ধ্যা হয়। পঞ্চম স্থান কেতু ও বুধযুক্ত এবং পঞ্চমপতি নীচস্থ বা ষড়াদি দুঃস্থানস্থ হলে কাকবন্ধ্যা হয়। পঞ্চমস্থান শনি ও বুধযুক্ত হলে এবং পঞ্চমস্থানে নীচস্থ পঞ্চমপতির দৃষ্টি না থাকলে কাকবন্ধ্যা হয়।

Advertisement

বন্ধ্যা যোগঃ-

পঞ্চমস্থানে তিনটি বা দুটি পাপগ্রহ এবং লগ্নে লগ্নপতির শত্রুগ্রহের দৃষ্টি থাকলে পুরুষ ও স্ত্রী উভয়েই বন্ধ্যা হয়। শনি দৃষ্ট বা যুক্ত মকর ও কুম্ভ লগ্নে, শুভগ্রহের যোগ না থাকলে বন্ধ্যা হয়। কর্কট ও সিংহলগ্নের সপ্তমস্থানে শনির দৃষ্টি বা যোগ থাকলে বন্ধ্যা হয়। লগ্নে শনি ও সপ্তমে শুক্র অথবা রবি ও শনি সপ্তমে, এরূপ যোগে দশমে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকলে বন্ধ্যা হয়। ষষ্ঠে চন্দ্র এবং সপ্তমে পাপগ্রহের পূর্ণদৃষ্টি থাকলে অথবা জলরাশিস্থ শনি ও মঙ্গল ষষ্ঠে থাকলে বন্ধ্যা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement