কপালের রেখা দেখে গ্রহের প্রভাব সম্পর্কে জেনে নিন

ফর্সা লোকের মুখের রং যদি টকটকে গৌরবর্ন থাকে তাহলে তার ওপর বৃহস্পতির শুভ প্রভাব চলছে বুঝতে হবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০০:০২
Share:

ফর্সা লোকের মুখের রং যদি টকটকে গৌরবর্ন থাকে তাহলে তার ওপর বৃহস্পতির শুভ প্রভাব চলছে বুঝতে হবে।

Advertisement

ফর্সা লোকের মুখের রং যদি হঠাৎ কালচে মতো হয়ে যায় তাহলে বুঝতে হবে তার ওপর শনির প্রভাব চলছে।

যদি কালচে লোকের মুখের রং হঠাৎ করে ঝকঝকে দেখায় তাহলে তার ওপরও বৃহস্পতির শুভ ফল চলছে বুঝতে হবে।

Advertisement

কারোর মুখের রং যদি রক্তাভ বা সে খুব ছটফট করছে দেখলে, মনে রাখবেন তার ওপর মঙ্গলের বা রাহুর প্রভাব চলছে।

কোনও মানুষের মুখের রং হঠাৎ করে ফ্যাকাশে হয়ে যায় তাহলে তার ওপর শুক্রের প্রভাব বেশী চলছে বুঝতে হবে।

যে জাতকের ওপর চন্দ্রের প্রভাব বেশী চলে তাদের মুখের কমনীয়তা বা কান্তি বৃদ্ধি পায়। তাদের মধ্যে শিল্পভাবের প্রকাশ দেখা যায়। জল ভ্রমণ করতে ভালবাসে।

রবির প্রভাব যখন কোনও ব্যক্তির উপর বেশী চলে তখন তার সব সময় গরম বেশী লাগবে। শীত এদের ভীষণ প্রিয় হয়। গরম এরা বেশী সহ্য করতে পারেনা।

কেতুর প্রভাব অনেকটা শনির কারকতার সাথে মিলে যায়।

বুধের প্রভাব চলার সময় জাতক চঞ্চল ও বালক সুলভ প্রকৃতির হয়। তার মধ্যে বাহ্যিক সরলতা বা হাসিখুশি ভাব বেশী থাকে, কিন্তু ভেতরে ভেতরে তাকে কুটিল হতেই হবে।

কপাল বা মুখমণ্ডলের রেখা খুব সুক্ষ থাকে বলে তা সহজে ধরা যায় না। তা ভালভাবে লক্ষ্য রাখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন