সন্তান কেমন হবে?

চিন্তা নেই। জানা যাবে জন্ম তারিখ দিয়ে। সন্তানকে বড় করার সময় কীভাবে গাইড করা উচিত, তা জানা প্রত্যেক বাবা-মা’র কাছেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আসুন কৌতুহল না বাড়িয়ে জেনে নেওয়া যাক সংখ্যার দ্বারা কী ভাবে সন্তানকে জানবেন।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ০০:০১
Share:

চিন্তা নেই। জানা যাবে জন্ম তারিখ দিয়ে। সন্তানকে বড় করার সময় কীভাবে গাইড করা উচিত, তা জানা প্রত্যেক বাবা-মা’র কাছেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আসুন কৌতুহল না বাড়িয়ে জেনে নেওয়া যাক সংখ্যার দ্বারা কী ভাবে সন্তানকে জানবেন।

Advertisement

৮ সংখ্যার সন্তান (যাদের জন্মতারিখ যে কোনও মাসের ৮, ১৭, ২৬ তারিখ) কেমন হতে পারেঃ-

১। এদের মধ্যে ছোট থেকে নেতৃত্বদানের ক্ষমতা থাকে, বড় হয়ে এরা খুব ভালো ব্যবসায়ী বা স্বউদ্যোগী হতে পারে।

Advertisement

২। এরা নেতৃত্বদানের সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়।

৩। এরা মনের দিক থেকে খুব শক্ত হয়।

৪। যেহেতু ৮হল একটি কার্মিক সংখ্যা, তাই ছোট থেকেই ‘ল অব কজ অ্যান্ড এফেক্ট’ সম্পর্কে এদের ধারনা দেওয়া উচিত। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। সুতরাং এদেরকে সততার পথে পরিচালিত করা উচিত।

৫। এরা ক্ষমতা ও ঐশ্বর্যকে নিজের দিকে আকর্ষণ করার গুণ নিয়ে জন্মায়, তাই তাদের গঠনমূলক মানসিকতার দিকে উৎসাহিত করা জরুরি। এতে এদের সফল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।

৬। এরা যে সব কেরিয়ারে সফল হতে পারে – অডিটর, ব্যাঙ্কার, কম্পোজার, ফিনান্সিয়াল এক্সপার্ট, পুলিশ অফিসার, রিয়াল এস্টেট ইত্যাদি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement