Birth Time

আপনার জন্ম কি এই সময়ের মধ্যে? তা হলে আপনার জীবন কেমন যাবে জেনে নিন

জন্মসময়ের ওপর অনেকটাই নির্ভর করে আমাদের জীবনযাত্রা। যার যে সময়ে জন্ম সেই সময় বিচার করে বলে দেওয়া যায় তাঁর ভবিষ্যতের অনেকটা।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২১ ০৭:৩৮
Share:

জন্মসময়ের ওপর অনেকটাই নির্ভর করে আমাদের জীবনযাত্রা।

জন্মসময়ের ওপর অনেকটাই নির্ভর করে আমাদের জীবনযাত্রা। যার যে সময়ে জন্ম সেই সময় বিচার করে বলে দেওয়া যায় তাঁর ভবিষ্যতের অনেকটা। দেখে নেওয়া যাক জন্মসময় অনুযায়ী জীবন কেমন কাটবে।

Advertisement

১) ভোর ৪টা থাকে ৬টার মধ্যে জন্ম হলে জাতকের প্রথম জীবন মোটামুটি ভাবে কাটে। তবে পরবর্তী জীবনে হঠাৎ করেই উন্নতি আসে।

২) সকাল ৬টা থেকে ৮টার মধ্যে জন্ম হলে জাতক শিল্পগুণ সম্পন্ন, ভাবুক ও জেদী প্রকৃতির হয়ে থাকেন।

Advertisement

৩) সকাল ৮টা থেকে ১০টার মধ্যে জন্ম হলে জাতক সরল, স্বচ্ছল ও চিন্তাশীল হন।

৪) সকাল ১০টা থেকে ১২টার মধ্যে জন্ম হলে জাতকের মনের ইচ্ছা পূর্ণ হয়।

৫) দুপুর ১২টা থেকে ২টার মধ্যে জন্ম হলে জাতক সরল প্রকৃতির হয়ে থাকেন।

৬) দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে জন্ম হলে জাতকের জীবন খুব একটা সুখের হয় না। সারা জীবনেই রোগ ও দুর্ঘটনায় ভোগার আশঙ্কা থাকে।

৭) বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে জন্ম হলে জাতকের জীবনে কোনও কাজই নির্বিঘ্ন ভাবে সম্পন্ন হয় না।

৮) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে জন্ম হলে জাতকের জীবন হয় সহজ ও সরল। কোনও কাজই তাঁদের কাছে কঠিন হয় না।

৯) রাত ৮টা থেকে ১০টার মধ্যে জন্ম হলে জাতক শিল্পকলায় অনুরাগী হন।

১০) রাত ১০টা থেকে ১২টার মধ্যে জন্ম হলে জাতক পরিশ্রমী ও সৌভাগ্যশীল হয়ে থাকেন।

১১) রাত ১২টা থেকে ২টোর মধ্যে জন্ম হলে জাতক সৎ ভাবে জীবন যাপন করে থাকেন। প্রথম জীবন এঁদের মোটামুটি কাটলেও পরবর্তী জীবনে এঁরা প্রতিষ্ঠা লাভ করেন। সাধারণত এঁরা লেখক, সাংবাদিক, ভাষ্যকার প্রভৃতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

১২) রাত ২টো থেকে ভোর ৪টের মধ্যে জন্ম হলে জাতক সৌভাগ্য ও বিত্তশালী হয়ে থাকেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন