Lagna

লগ্নের প্রতীক অনুযায়ী আপনি কেমন মানুষ জেনে নিন

রাশি বা লগ্ন, এই দুইয়েরই বিচার করে বলে দেওয়া যায় একজন মানুষের ব্যক্তিত্ব। ১২টি লগ্ন রয়েছে এবং এই ১২টি লগ্নকেই ৪টে প্রতীক চিহ্নের দ্বারা ভাগ করা হয়। এই ৪টি প্রতীক হল পৃথ্বী, অগ্নি, জল এবং বায়ু।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ০৮:০৮
Share:

১২টি লগ্ন রয়েছে এবং এই ১২টি লগ্নকেই ৪টে প্রতীক চিহ্নের দ্বারা ভাগ করা হয়।

রাশি বা লগ্ন, এই দুইয়েরই বিচার করে বলে দেওয়া যায় একজন মানুষের ব্যক্তিত্ব। ১২টি লগ্ন রয়েছে এবং এই ১২টি লগ্নকেই ৪টে প্রতীক চিহ্নের দ্বারা ভাগ করা হয়। এই ৪টি প্রতীক হল পৃথ্বী, অগ্নি, জল এবং বায়ু।

Advertisement

পৃথ্বী

আপনার জন্মলগ্ন পৃথ্বী চিহ্নিত (বৃষ, কন্যা বা মকর) হলে, ও একাধিক গ্রহগুলি এই চিহ্নের মধ্যে থাকলে আপনার ব্যবহারিক জ্ঞান প্রখর। আপনি কল্পনাবিলাসী হয়েও মর্মে মর্মে উপলব্ধি করতে পারেন। আপনি আকাশকুসুম স্বপ্ন দেখতে খুব পছন্দ করেন। আপনার পক্ষে কঠোর বাস্তবের সঙ্গে সংগ্রাম করে ধীরে ধীরে অগ্রসর হওয়াই ভাল। আপনার দৃষ্টিশক্তি, অনুভূতি সূক্ষ্ম ও প্রবল। আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন এবং জীবনে ঈশ্বর আপনার সহায়। আপনি মেধাবী, চিন্তাশীল ও চপল।

Advertisement

অগ্নি

আপনার জন্মলগ্ন অগ্নি চিহ্নিত (মেষ, সিংহ বা ধনু) হলে এবং গ্রহগুলি এই চিহ্নের মধ্যে থাকলে আপনি তেজস্বী, নির্ভীক ও আদর্শবাদী হবেন। আপনার হৃদয় উদার। সবার জন্য কাজ করেন। আপনি মানবিকতাবাদে বিশ্বাসী। নিজের জীবনকে ঐশ্বর্যময় করে তুলতে পারেন। আপনার ইচ্ছাশক্তি প্রবল এবং কাজের মধ্যে থাকতে ভালবাসেন।

জল

আপনার জন্মলগ্ন জল চিহ্নিত (কর্কট, বৃশ্চিক বা মীন) হলে আপনি সূক্ষ্ম বুদ্ধি নিয়ে চলেন এবং ওই চিহ্নে গ্রহগুলি থাকলে আপনার মধ্যে ভাবপ্রবণতা ও আত্মিকভাব দেখা যাবে। আপনি সবার সঙ্গে খাপ খাওয়াতে পারেন। আপনি পরিশ্রমী, আশাবাদী, পরোপকারী। আবার সমাজে সুনামও চান। আপনার প্রবল উচ্চাকাঙ্ক্ষা বিদ্যমান।

বায়ু

আপনার জন্মলগ্ন বায়ু চিহ্নিত (মিথুন, তুলা বা কুম্ভ) হলে, আপনার মন শিল্পীসুলভ। গ্রহগুলি এর মধ্যে থাকলে আপনি মেজাজি হবেন ও সব সময়ে নিজের জেদে চলবেন। আপনি কোনও কিছুতে দেরি করতে চান না। পঞ্চেন্দ্রিয়ের তৃপ্তির জন্য আমোদ-আহ্লাদ ভালবাসেন। আপনি কামার্ত নন। তবে আপনি একটু প্রতিহিংসাপরায়ণও বটে। সৃষ্টিশীল কাজকর্ম ও সংগঠনের কাজ আপনার প্রিয়। আপনার চিন্তাধারা খুব গভীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন