আপনার লগ্নের মাধ্যমে জানুন আপনার জীবনসঙ্গী কেমন

আসুন দেখি, কী বলে আমাদের নিজেদের কুণ্ডলী।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৮ ০০:০০
Share:

যাদের বিয়ে হয়েছে এবং যাদের বিয়ে হয়নি, জানতে চেষ্টা করি যে, আমাদের কুণ্ডলীতে আমাদের জীবনসঙ্গী কেমন লেখা আছে? একটি কথা মনে রাখতে তথ্যগুলি লগ্নের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে।

Advertisement

আসুন দেখি, কী বলে আমাদের নিজেদের কুণ্ডলী।

১। মেষ লগ্নঃ- মেষ লগ্নের জাতক বা জাতিকার জীবনসঙ্গী বেশ সুন্দর এবং শৌখিন হয়। বিবাহিত জীবনে প্রেম ভালবাসা বজায় রাখে।

Advertisement

২। বৃষ লগ্নঃ- বৃষ লগ্নের জাতক জাতিকদের জীবনসঙ্গী দেখতে খুব সুন্দর না হলেও তারা যে কোনও পরিস্থিতিতে মানিয়ে চলতে পারে। কর্মজীবনে সফল হয়। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হয়ে থাকে।

৩। মিথুন লগ্নঃ- এই লগ্নের জীবনসঙ্গী উচ্চশিক্ষিত, হাসি-খুশি। অল্পেতে সন্তুষ্ট এবং ভাল রান্না করতে জানে।

৪। কর্কট লগ্নঃ- এই লগ্নের জাতক-জাতিকাদের জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ-মনোমালিন্য লেগেই থাকে। এদের জীবনসঙ্গীরা কঠোর পরিশ্রমী এবং কর্কশভাষী হতে পারে।

৫। সিংহ লগ্নঃ- এদের জীবনসঙ্গী সৎ, পরিশ্রমী এবং শৌখিন হয়, দেখতেও বেশ সুন্দর হয়।

৬। কন্যা লগ্নঃ- এদের জীবনসঙ্গী বাড়ি ঘর সাজাতে ও রান্না করতে ভালবাসে। দাঁত সাধারণের থেকে বড় হতে পারে। পেটের সমস্যা থাকে।

৭। তুলা লগ্নঃ- এই লগ্নের জীবনসঙ্গীরা বিবাদ-বিরোধ করতে ভালবাসে। বিবাহের পর এই লগ্নের জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি হয়।

৮। বৃশ্চিক লগ্নঃ- এদের জীবনসঙ্গীরা বেশ সুন্দর ও শৌখিন হয়। এরা উচ্চাকাঙ্খী হওয়ায় এদের বিবাহিত জীবনে বিবাদ লেগে থাকে। বাড়ি-গাড়ি ও বিলাসিতা পছন্দ করে।

৯। ধনু লগ্নঃ- এই লগ্নের জাতক-জাতিকাদের জীবনসঙ্গীদের সিদ্ধান্ত গ্রহণের সমস্যা থাকে। জীবনে একাধিক প্রেম আসে। শ্বশুরবাড়ি সংক্রান্ত সমস্যা থাকে।

১০। মকর লগ্নঃ- শাস্ত্রমতে চাঁদের মতো সুন্দর ও ফর্সা জীবনসঙ্গী হয়। সর্দি-কাশির ধাঁচ হবে। খুব নরম মনের ও দান-ধ্যান করে।

১১। কুম্ভ লগ্নঃ- এদের জীবনসঙ্গীর নাম ও যশ থাকবে। খুব জোরে কথা বলবে। প্রভাবশালী হতে পারে। চোখের ও হার্টের সমস্যা হতে পারে।

১২। মীন লগ্নঃ- এদের জীবনসঙ্গী বয়সের তুলনায় দেখে কম বয়সের মনে হয়। ভোজনরসিক ও বুদ্ধিসম্পন্ন হয়।

বিঃ দ্রঃ- মনে বাখতে হবে এটি একটি সাময়িক অনুমান, সাধারণ লগ্নের ভিত্তিতে। ব্যক্তিগত কুণ্ডলী বিচার করলে অনেক বেশি তথ্য পাওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন