মেষ পুরুষ ও বৃষ নারীর প্রেম ও দাম্পত্য সম্পর্ক বিচার

আপনি কি মেষ রাশির পুরুষ এবং আপনার প্রেমিকা অথবা স্ত্রীর রাশি কি বৃষ, তবে দেখে নিন আপনাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কিভাবে সুখের হতে পারে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০০:০১
Share:

আপনি কি মেষ রাশির পুরুষ এবং আপনার প্রেমিকা অথবা স্ত্রীর রাশি কি বৃষ, তবে দেখে নিন আপনাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কিভাবে সুখের হতে পারেঃ-

Advertisement

মেষ পুরুষ ও বৃষ নারীঃ-

এই রকম জুটিতে আদর্শগত অনেক অমিল রয়েছে। অবশ্য মেষ নারী বৃষ পুরুষ জুটির চেয়ে এদের সুখী হওয়ার সম্ভাবনা বেশি। মেষ পুরুষের বাইরের প্রতি টান পছন্দ হবে না বৃষ মহিলার। সে চাইবে তার প্রিয়জনকে কাছে ধরে রাখতে। মেষ পুরুষের আবার তা পছন্দ নয়। বৃষ মহিলা একগুঁয়ে নয়। সুতরাং এড়িয়ে না গিয়ে মেষ পুরুষ যদি একটু নমণীয় হয়, ভাগাভাগি করে নেয় নিজেদের সব কিছু, তবে দেখা যাবে বৃষ মহিলা সঙ্গী হিসেবে বেশ আকর্ষণীয়। স্মরণ রাখতে হবে, বৃষ মহিলা চায় নিরাপত্তা ও সঙ্গ। এরা অনেক বেশি বৈষয়িক, স্বনির্ভর। কখনও কখনও এদের নৈরাশ্যবাদীও মনে হতে পারে। আসলে তারা এই রকমই। কাজেই মেষ পুরুষ ধৈর্য্যের সঙ্গে তাকে কাছে টানতে পারলে তার মায়াবী রহস্য ভরপুর করে রাখবে মেষ পুরুষের জীবন। মেষ পুরুষ নিজেকে নিয়ে মগ্ন থাকতে পছন্দ করে। তবে সে জন্যে সে যে সঙ্গীকে একদম ভুলে যাবে তাও নয়। বৃষ মহিলা এক্ষেত্রে নিজেকে তার সামনে তুলে ধরতে পারলে খুবই ভাল হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement