Birth Chart

রাশি অনুযায়ী কোন রং আপনার পক্ষে এই বছর শুভ, জেনে নিন

আমাদের জীবনে রঙের প্রভাবের ফলকে অত্যন্ত গভীর ভাবে প্রাধান্য দেওয়া হয়। আমরা কোন রং বেশি পছন্দ করি তার ওপর বেশি গুরুত্ব না দিয়ে কোন রং আমাদের রাশি অনুযায়ী ব্যবহার করলে জীবনে উন্নতি আসবে সে দিকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ২৩:৫১
Share:

আমাদের জীবনে রঙের প্রভাবের ফলকে অত্যন্ত গভীর ভাবে প্রাধান্য দেওয়া হয়। আমরা কোন রং বেশি পছন্দ করি তার ওপর বেশি গুরুত্ব না দিয়ে কোন রং আমাদের রাশি অনুযায়ী ব্যবহার করলে জীবনে উন্নতি আসবে সে দিকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সাধারণত রাশি অনুযায়ী কার কোন রং ব্যবহার করা উচিত তা আমরা মোটামুটি জানি। কিন্তু এই নতুন বছর কোন রঙের ব্যবহার আমাদের জীবনে সাফল্য নিয়ে আসবে তা জেনে নেব।

Advertisement

মেষ

নতুন বছরে যদি গোলাপী রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া যায় উন্নতি অনিবার্য।

Advertisement

বৃষ

নীল ও সবুজ উন্নতি কারক রং হলেও মাঝে মধ্যে গোলাপী সঙ্গে রাখলে বিশেষ উন্নতি হবে।

মিথুন

সবুজ রং সাফল্য আনবেই।

কর্কট

আকাশি এবং সাদা রং শুভ হলেও সাদার ওপর বেশি জোর দেওয়া ভাল ফল আনবে।

সিংহ

কমলা, লাল অত্যন্ত শুভ রং সূচিত করে সিংহ রাশির জন্য। তবে লাল রংই বেশি শুভ ইঙ্গিত দেয়।

কন্যা

বুধবারে সবুজ অবশ্যই সঙ্গে রাখবেন। কিন্তু অন্যান্য দিনগুলির জন্য নীল, হলুদ বেগুনী ইত্যাদি রং শুভ।

তুলা

গোলাপী, বেগুনী শুভ রং হলেও মাঝে মধ্যে সাদা বা ঘিয়ে রং ব্যবহার করলে শুভ ফল পাবেন।

বৃশ্চিক

কালচে লাল, ধূসর অথবা মেরুন রং শুভ হলেও, বিশেষ কোনও শুভ কাজে যাওয়ার আগে লাল পারফেক্ট।

ধনু

হলুদ সাফল্য আনতে সাহায্য করবে। তবে বেগুনী শুভ হতে পারে।

মকর

কাল রঙের ওপর বেশি জোর দেওয়া ভাল হবে। তাবে বিশেষ করে শনিবারে। অন্যান্য রংও ব্যবহার করা যেতে পারে।

কুম্ভ

নীল, কালো বা বেগুনী রঙ অত্যন্ত শুভ ফল প্রদান করবে।

মীন

বেগুনী, হালকা সবুজ শুভ হলেও বৃহস্পতিবার হলুদ রং ছাড়া যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন