জন্মকুণ্ডলীতে কোন যোগ থাকলে জাতক একেবারেই ছলনা করা পছন্দ করেন না

সরল ভাবে জীবন যাপন করতে আমরা প্রায় সকলেই কামনা করি। অনেকেই রয়েছেন যাঁরা সারা জীবন খুব সহজ সরল ভাবে জীবন কাটিয়ে দিয়েছেন। আবার এমনও কিছু মানুষ রয়েছেন যাঁরা না চাইতেও কোনও না কোনও ভাবে ছলনার সাহায্য নিয়েই ফেলেন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ০০:১০
Share:

সরল ভাবে জীবন যাপন করতে আমরা প্রায় সকলেই কামনা করি। অনেকেই রয়েছেন যাঁরা সারা জীবন খুব সহজ সরল ভাবে জীবন কাটিয়ে দিয়েছেন। আবার এমনও কিছু মানুষ রয়েছেন যাঁরা না চাইতেও কোনও না কোনও ভাবে ছলনার সাহায্য নিয়েই ফেলেন। অন্যের সঙ্গে ছলনা করা বা বিশ্বাসঘাতকতা করা খুবই নিন্দনীয় কাজ। যা করায় আমাদের খুব কাছের মানুষদের মনেও আমরা দুঃখ দিয়ে ফেলি।

Advertisement

এর ফলে কাছের মানুষরা হয়তো আমাদের কাছ থেকে অনেক দূরে সরে যান। আবার আমাদের মধ্যে এমনও মানুষ রয়েছেন যাঁরা ছলনার সাহায্য নেওয়া একেবারেই পছন্দ করেন না বা কারও সঙ্গে ছলনা করার কথা ভাবতেও তাঁদের কষ্ট হয়। ছলনা করা বা না করা এটি জাতকের জন্মছক অনুযায়ী বিচার করা হয়। এমন কিছু যোগ রয়েছে যা জাতকের জন্মকুণ্ডলীতে থাকলে জাতক ছলনা বা কপটতার সাহায্য নেওয়া একেবারেই পছন্দ করেন না।

দেখে নেওয়া যাক জন্মছকের কোন অবস্থানের ফলে জাতক ছলনা পছন্দ করেন না—

Advertisement

• যদি লগ্নপতি শুভ গ্রহের সঙ্গে বা শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় এবং চতুর্থ স্থানে অবস্থান করে তবে এই যোগ সূচিত হয়।

• চতুর্থে শুভ গ্রহ থাকা চাই। চতুর্থ স্থানে গ্রহ উচ্চস্থ, স্বক্ষেত্রস্থ বা মিত্রক্ষেত্রস্থ হতে হবে। তবে এই যোগ সূচিত হয়।

আরও পড়ুন: জন্মছকে এই যোগ থাকলে মানুষ অত্যন্ত পরাক্রমী ও সাহসী হন

এই যোগের ফলাফল—

• এই যোগ যদি জন্মছকে থাকে তা হলে জাতক কোনও মতেই ছলনা বা কপটতা পছন্দ করবেন না।

• যে কোনও বিষয়ে গোপনীয়তা এঁরা মোটেই পছন্দ করবেন না।

• এঁদের মন হয় খুব সহজ সরল এবং পবিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন