স্বপ্নে সৌভাগ্য

দেখে নেওয়া যাক কোন স্বপ্ন শুভ ফলদায়কঃ—

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪০
Share:

দেখে নেওয়া যাক কোন স্বপ্ন শুভ ফলদায়কঃ—

Advertisement

১। নদী বা সমুদ্রে সাঁতার কাটা, সাঁতার দিয়ে পুকুর পার হওয়ার স্বপ্ন দেখা সৌভাগ্যের লক্ষণ।

২। সূর্যোদয়ের স্বপ্ন দেখা সৌভাগ্যসূচক।

Advertisement

৩। নিজের ঘরে বা অপরের ঘরে আগুন লাগা দেখলে জীবনে পরিবর্তন আসে।

৪। স্বপ্নে ঝড়, বন্যা, তুফান দেখলে দুঃখ নাশ হয়।

৫। নৌকায় চড়ে নদী পার হওয়ার স্বপ্ন দেখলে বিদেশ গমন হয়।

৬। খরিদ্দার টাকা না দিয়ে পালানোর স্বপ্ন দেখলে সেই দোকানির টাকা শীঘ্র প্রাপ্তি ঘটে।

৭। মাদী ছাগল চরার স্বপ্ন দেখলে দুঃসময় কেটে যায়।

৮। কারও পায়ে সাপ, বিছা বা কোন পোকামাকড় কামড়ানোর স্বপ্ন দেখলে কষ্ট দূর হয়।

৯। কুঁজো, বক, মুরগী স্বপ্নে দেখলে চতুরা স্ত্রী লাভ হয়।

১০। কুকুরের সঙ্গে নিজের খেলার স্বপ্ন দেখলে ব্যবসায়ে লাভ হয়।

১১। রাজা, গরু, ব্রাহ্মণকে প্রসন্ন করার স্বপ্ন দেখলে নষ্ট কাজও সফল হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement