কী ভাবে জানবেন কোন স্থান আপনার ভাগ্যের পক্ষে উপকারী (প্রথম অংশ)

এ বার বিভিন্ন জন্মতারিখের কম্পাঙ্কের সঙ্গে বিভিন্ন স্থানের কম্পাঙ্কের মধ্যে অনুসারে মিল বা অমিল নীচে দেখানো হল—

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৮ ০০:০০
Share:

1 2 3 4 5 6 7 8 9

Advertisement

A B C D E F G H I

J K L M N O P Q R

Advertisement

S T U V W X Y Z

উপরে ইংরেজি অক্ষরগুলির প্রতিটা অক্ষরের কী সংখ্যা হবে তার একটা তালিকা দেখান হয়েছে। এ বার নীচে সেই তালিকা অনুযায়ী বিভিন্ন স্থানের নামের ভাইব্রেশান বা কম্পাঙ্ক বের করব। যেমন—

DUMDUM= 4+3+4+4+3+4=22=2+2=4, Behala= 2+5+8+1+3+1=20=2+0=2

KOSBA=2+6+1+2+1=12=1+2=3, BIRATI=2+9+9+1+2+9=32=3+2=5

SODPUR=1+6+4+7+3+9=30=3+0=3, BALI=2+1+3+9=15=1+5=6

KATWA=2+1+2+5+1=10=1+0=1, DEGHA=4+5+7+8+1=25=2+5=7

আমাদের প্রত্যেকের জন্ম তারিখের কম্পাঙ্কের সঙ্গে আপনি যে স্থানে বাস করেন সেই স্থানের নামের কম্পাঙ্কের মিল থাকলে পেশাগত জীবনে,আয় উন্নতির দিক থেকে, পড়াশুনা লেখাপড়া-সহ যাবতীয় উন্নতিমূলক কাজগুলি অনেকটা কম বাধায় সম্পন্ন করা যায়।

আপনার যদি যে কোনও মাসের চতুর্থ বা ২২ তারিখ (২২=২+২=৪) বা ৩১ তারিখে (৩১-৩+১=৪) জন্ম হয়, তা হলে আপনি ৪(চার) সংখ্যার জাতক/জাতিকা। এ বার আপনি যদি ৪ সংখ্যার কম্পাঙ্ক যুক্ত স্থানে বাস করেন, যেমন আপনি যদি দমদমে বাস করেন তবে আপনার পক্ষে ভাল হয়, কারণ উপরে দেখুন দমদমের কম্পাঙ্ক ৪। বা সেই সব স্থানে বাস করবেন যার কম্পাঙ্ক হবে ৪। আপনি ৪ কম্পাঙ্কযুক্ত স্থান না পান, সে ক্ষেত্রে আপনার দ্বিতীয় পছন্দ ১(এক) বা ৬(ছয়) কম্পাঙ্কযুক্ত স্থান যেমন, কাটোয়া যার কম্পনাঙ্ক ১ বা বালি ৬ বাস করতে পারেন বা ওই রকম কম্পাঙ্কযুক্ত স্থান খুঁজে নিতে পারেন। আপনি কখনও ৩(তিন) বা ৫(পাঁচ) কম্পাঙ্কযুক্ত স্থানে বাস করবেন না। এতে আপনার উন্নতি ব্যাহত হবে বা বাধাপ্রাপ্ত হবে বা নানা রকম হার্ডলস অতিক্রম করতে হবে।

এ বার বিভিন্ন জন্মতারিখের কম্পাঙ্কের সঙ্গে বিভিন্ন স্থানের কম্পাঙ্কের মধ্যে অনুসারে মিল বা অমিল নীচে দেখানো হল—

(১) আপনি যদি কোনও মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে জন্ম গ্রহণ করেন, তা হলে আপনি ১(এক) সংখ্যার জাতক/জাতিকা। আপনি বাস করবেন ১(এক) সংখ্যার কম্পাঙ্কযুক্ত স্থানগুলিতে। যেমন কাটোয়া যার কম্পাক ১। এই রকম আরও এক কম্পাঙ্কযুক্ত স্থান আপনাকে বেছে নিতে হবে। আপনার দ্বিতীয় পছন্দের স্থানের কম্পাঙ্ক হবে ৪(চার), ৮(আট) বা ৯(নয়)। আপনি কখনও বাস করবেন না সেই সব স্থানে যার কম্পাঙ্ক সংখ্যা হবে ৩(তিন),৬(ছয়) বা ৭(সাত)।

(ক্রমশ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement