রাশি অনুযায়ী মহিলাদের কোন বিষয়ের ওপর বেশি রাগ হয় যায়

মেষ: স্বাধীনতায় হস্তক্ষেপ হলে মেষ রাশির জাতিকা একেবারে সহ্য করতে পারেন না। এঁরা স্বাধীন ভাবে থাকতে খুবই পছন্দ করেন। তাই এই ব্যাপারে বাধা এলে এঁরা প্রচণ্ড রেগে যান।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ ০০:০৫
Share:

মেষ: স্বাধীনতায় হস্তক্ষেপ হলে মেষ রাশির জাতিকা একেবারে সহ্য করতে পারেন না। এঁরা স্বাধীন ভাবে থাকতে খুবই পছন্দ করেন। তাই এই ব্যাপারে বাধা এলে এঁরা প্রচণ্ড রেগে যান।

Advertisement

বৃষ: হাত খুলে খরচ করার অভ্যাস এই রাশির। যদি কেউ এঁদের খরচে রাশ টানেন, তবে এঁরা খুবই রেগে যান।

মিথুন: মিথুন রাশির জাতিকারা অতিরিক্ত কথা বলতে ভালবাসেন। যদি কেউ এঁদের কথা বলায় বাধা দেন, বা কথা সম্পূর্ণ করতে না দেন, তা হলে এঁরা প্রচণ্ড রেগে যান।

Advertisement

কর্কট: কর্কট রাশি মেয়েরা প্রেমিকের বা তাঁদের পছন্দের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে খুব ভালবাসেন। যদি এই বিষয়ে কোনও ব্যাঘাত আসে, তা হলে খুবই বিরক্ত বোধ করেন এঁরা।

সিংহ: এই রাশির মধ্যে বেশি গুরুত্ব পাওয়ার আশা থাকে সবসময়। যদি এঁদের কেউ গুরুত্ব না দেন, তা হলে এঁরা সহজেই রেগে যান।

কন্যা: এই রাশির জাতিকারা অল্পেতে খুশি হতে জানেন। প্রশংসা খুব পছন্দ করেন। সমালোচনা করা একেবারে পছন্দ করেন না। সমালোচনায় রেগে যান এঁরা।

আরও পড়ুন: খুব দ্রুত প্রেমে পড়েন এই পাঁচটি রাশির মানুষ

তুলা: এই রাশির জাতিকারা ঝগড়া বা অশান্তি একেবারে পছন্দ করেন না। সামান্য বিষয়ের জন্য অতিরিক্ত কষ্ট পান এঁরা। তবে বেশির ভাগ ক্ষেত্রে এঁরা কষ্ট কাউকে বুঝতে দেন না।

বৃশ্চিক: বিশ্বাসে আঘাত করা একেবারে সহ্য করতে পারেন না এঁরা। তবে এঁরাও অন্যদের খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন।

ধনু: ধনু রাশির জাতিকাদের কোনও বাঁধনে বেঁধে রাখতে চাইলেই এঁরা প্রচণ্ড রেগে যান। স্বাধীন ভাবে থাকতেই এঁরা বেশি পছন্দ করেন।

মকর: এঁরা অত্যন্ত রোমাঞ্চকর প্রকৃতির হন। এঁদের কাজের ধরন নিয়ে কিছু বলাটা এঁরা একদম পছন্দ করেন না।

কুম্ভ: এই রাশির জাতিকারা স্বপ্নের জগতে থাকতে খুবই পছন্দ করেন। স্বপ্নে ব্যাঘাত ঘটলেই এঁরা ভীষণ রেগে যান।

মীন: মীন রাশির জাতিকারা অতিরিক্ত পরিশ্রম করা পছন্দ করেন না। আলস্য নিয়ে কিছু বললেই এঁরা প্রচণ্ড রেগে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন