মানসিক শান্তি খুঁজছেন? রাশি অনুযায়ী জেনে নিন মানসিক শান্তি পেতে আপনার জন্য কী করা পারফেক্ট

যেকোনও কারণেই হোক আমরা যখন অত্যন্ত মানসিক চাপ বহন করি তখন মনে হয়, কী করলে একটু মানসিক শান্তি পাওয়া যাবে। হাজার ভেবেও কোনও কূলকিনারা পাওয়া যায় না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২০ ০০:০৫
Share:

যে কোনও কারণেই হোক আমরা যখন অত্যন্ত মানসিক চাপ বহন করি তখন মনে হয়, কী করলে একটু মানসিক শান্তি পাওয়া যাবে। হাজার ভেবেও কোনও কূলকিনারা পাওয়া যায় না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাশি অনুযায়ী এমন কিছু কাজ রয়েছে যা করলে কিছু সময়ের জন্য মানসিক শান্তি পাওয়া যাবে। এক একটি রাশির মানুষ বিশেষ কোনও একটি কাজে খুব বেশি মানসিক শান্তি পেয়ে থাকেন।

Advertisement

দেখে নিই সেগুলো কী—

মেষ: নিজের সঙ্গে, অর্থাৎ একা সময় কাটাতে খুব বেশি পছন্দ করেন। এতেই এঁদের শান্তি।

Advertisement

বৃষ: বৃষ রাশি একা ঘরে প্রাণায়াম করতে স্বাচ্ছন্দ বোধ করে।

মিথুন: এই রাশির জাতকদের সাঁতার কাটা খুব পছন্দের। এতেই এঁরা শান্তি বোধ করেন।

আরও পড়ুন: রাশি অনুযায়ী কোন ধরনের খাবারের প্রতি মানুষের বেশি ঝোঁক থাকে

কর্কট: এই রাশির মানুষ পরিবার-প্রিয়। পরিবারে শান্তি বজায় থাকলেই এঁদের শান্তি।

সিংহ: দূরে বা কাছে যেখানেই হোক, ভ্রমণ করতে পারলেইএই রাশির মানুষদেরশান্তি।

কন্যা: কন্যা রাশির ক্ষেত্রে ছবি আঁকা অথবা গান গাওয়া বা শোনা।

তুলা: এই রাশি শরীরচর্চার মাধ্যমে মানসিক শান্তি খোঁজে।

বৃশ্চিক: এই রাশি খাওয়া বা ঘুমোনর মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করে।

ধনু: এঁরা মানসিক চাপ কমাতে টিভি দেখেন বা ভাল কিছু সিনেমা দেখেন।

মকর: মকর রাশির ক্ষেত্রে ভগবানের আরাধনা করা বা বই পড়া খুব ভাল পন্থা হবে শান্তির জন্য।

কুম্ভ: কুম্ভ রাশির মানুষ নিজে খেলাধুলো করে বা অন্যের খেলাধুলো দেখে শান্তি পেতে চান।

মীন: মানসিক শান্তির জন্য এই রাশির মানুষ বাড়িতে যে কোনও পোষ্য রাখুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন