—প্রতীকী ছবি।
১৪ মার্চ, শুক্রবার দোলযাত্রা। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালন করা হয়। হিন্দুদের কাছে দোল অত্যন্ত জনপ্রিয় একটা উৎসব। দোল পূর্ণিমার তিথিতে রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদ্যাপন করা হয়। এই তিথিতে বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয়। জ্যোতিষশাস্ত্রে দোলের দিন বিশেষ কিছু টোটকা পালন করতে বলা হয়েছে। এই টোটকাগুলি পালন করলে জীবনে সকল প্রকার সুখ অর্জন করতে পারবেন।
টোটকা:
১) দোলের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলতে হবে। তার পর নিত্যপুজো করে বাড়িতে থাকা সব ঠাকুরের চরণে আবির অর্পণ করতে হবে।
২) বাড়ির গোপালকে এই দিন কোনও হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন। এ ছাড়া গোপালকে পায়েস ভোগ দিন। ভোগের উপর মনে করে তুলসী পাতা দিতে হবে।
৩) দোলের দিন একটা পাত্রে গঙ্গাজল নিয়ে তাতে কয়েকটা তুলসী পাতা দিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিন। এতে বাড়িতে পজ়িটিভ শক্তি প্রবেশ করবে।
৪) এই দিন বাড়িতে থাকা শ্রীকৃষ্ণের চরণে পাঁচটা তুলসী পাতায় আবির মাখিয়ে অর্পণ করুন। তার পর পুজো শেষে সেই তুলসী পাতাগুলোকে একটা লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন।
৫) এই দিন বাড়িতে কোনও আমিশ রান্না করবেন না, নিরামিশ খাবার খাবেন।
৬) দোলের দিন বাড়িতে কেউ এলে তাঁকে খালি হাতে ফেরাবেন না।
৭) দোলের দিন তেতো খাবার খাওয়া উচিত নয় বলে মনে করা হয়।
৮) দোলের দিন সকাল এবং সন্ধ্যাবেলা ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান।
৯) দোলের দিন বাচ্চাদের মিষ্টি খাওয়ান।