বসন্তোৎসবে রাশি অনুযায়ী রং ব্যবহার করুন

হোলি বা দোল পূর্ণিমায় রাশি অনুযায়ী যে রং ব্যবহার করা উচিত তা দেখে নেওয়া যাক

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ০০:০০
Share:

উৎসব প্রিয় বাঙালির বছরের শেষ ঋতু হল বসন্ত। বসন্ত উৎসব হল দোল উৎসব। এটি লীলাধর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ঋতু। দ্বাপর যুগে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধা-সহ সখীদের নিয়ে রং আর বাঁশির সুরের সম্মেলনে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছিলেন। সেই উৎসব আবহমান কাল ধরে চলে আসছে।

Advertisement

হোলি বা দোল পূর্ণিমায় রাশি অনুযায়ী যে রং ব্যবহার করা উচিত তা দেখে নেওয়া যাক:

১। মেষ ও বৃশ্চিক রাশির জন্য: লাল ও হলুদ রং ব্যবহার করা উচিত।

Advertisement

আরও পড়ুন: ময়ূর-গণেশজির পুজো ও আর্থিক উন্নতি

২। বৃষ ও তুলা রাশির জন্য: সাদা, ক্রিম ও গোলাপী রং ব্যবহার করা উচিত।

৩। মিথুন ও কন্যা রাশির জন্য: সবুজ ও গোলাপী রং ব্যবহার করা উচিত।

৪। কর্কট রাশির জাতক- জাতিকাদের জন্য: ক্রিম, কমলা, সাদা রং ব্যবহার করা উচিত।

৫। সিংহ রাশির জন্য লাল ও তাম্রবর্ণ রং ব্যবহার করা উচিত।

৬। মকর ও কুম্ভ রাশির জন্য: সবুজ, নীল, আকাশী রং ব্যবহার করা উচিত।

দোলের আদি রং হল গোলাপি আবির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন