Budget 2025 Prediction

বাজেট কতটা আমআদমির পক্ষে যাবে? গুরুত্ব পেতে পারে কোন বিষয়গুলি? কী বলছে জ্যোতিষ?

আগামী দিনের বাজেটে কোন কোন বিষয় বিশেষ গুরুত্ব পেতে পারে। সাধারণ মানুষেরা কি এর ফলে কোনও সুবিধা পাবেন? জেনে নিন জ্যোতিযী কী বলছেন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৭:১৬
Share:

—প্রতীকী ছবি।

১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেট, অর্থাৎ আয়-ব্যয়ের রূপরেখা নিরূপণ হতে চলেছে। বাজেটে কোন খাতে কত অর্থ ব্যয় করা যেতে পারে, পরিবর্তে তার থেকে প্রাপ্তি বা উন্নয়ন কেমন হবে? আগামী দিনের বাজেটে কোন কোন বিষয় বিশেষ গুরুত্ব পেতে পারে? সাধারণ মানুষেরা কি এর ফলে কোনও সুবিধা পাবেন? জেনে নিন জ্যোতিযী কী বলছেন।

Advertisement

২০২৫ মঙ্গলের প্রভাবের বছর। সেই হিসাবে প্রতিরক্ষা দফতর, অস্ত্র সংক্রান্ত বিষয় বিশেষ গুরুত্ব পেতে পারে বলে আশা করা যায়। এ ছাড়াও ভূমি বা গৃহ প্রকল্প বা এই সংক্রান্ত বিষয় গুরুত্ব পেতে পারে। এই সকল বিষয়ে কিছু পরিবর্তন দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। শুক্রের অবস্থান অনুযায়ী, ব্যাঙ্ক, বিমা, খাজনা ইত্যাদি বিষয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে। শিল্পের উপর বিশেষ নজর থাকার সম্ভাবনা প্রবল। যোগাযোগ ব্যবস্থার উপরও গুরুত্ব থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ সড়ক নির্মাণ, রেল এবং বিমান পরিষেবায় নজর থাকবে। চন্দ্রের অবস্থান অনুযায়ী এই বাজেট সর্বসাধারণ অর্থাৎ আমজনতার পক্ষে না যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। ২০২৫-এর বাজেট সাধারণ মানুষের পক্ষে থাকার সম্ভাবনা কম। এ ছাড়া বুধ দগ্ধ অবস্থায় অবস্থান করছে, বুধের দগ্ধ অবস্থায় কোনও পরিকল্পনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তবুও দেশের আর্থিক রূপরেখার সফলতা কামনা করে আমরা দেখব আগামী দিনের বাজেট।­­­

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement