রাশি অনুযায়ী গণেশ মন্ত্র পাঠ করুন, সমস্যার সমাধান হবে

গণেশের সাধনা করে জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হওয়া সম্ভব। গণেশের কৃপালাভ করলে সমস্ত কাজেই সিদ্ধিলাভ হয়। পুরাণে বলা হয়েছে যে, গণেশজির ১২টি নামের অসীম মাহাত্ম্য। এই ১২টি নামের সঙ্গে ১২টি রাশি যুক্ত।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৯ ০০:০০
Share:

গণেশের সাধনা করে জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হওয়া সম্ভব। গণেশের কৃপালাভ করলে সমস্ত কাজেই সিদ্ধিলাভ হয়। পুরাণে বলা হয়েছে যে, গণেশজির ১২টি নামের অসীম মাহাত্ম্য। এই ১২টি নামের সঙ্গে ১২টি রাশি যুক্ত। এখন দেখে নেওয়া যাক আপনার রাশি অনুযায়ী কে কোন মন্ত্র পাঠ করবেন:

Advertisement

রাশি গণেশজির নাম গণেশজির মন্ত্র

মেষ বক্রতুণ্ড ওঁ বক্রতুণ্ডায় নমঃ

Advertisement

বৃষ একদণ্ড ওঁ একদণ্ডায় নমঃ

মিথুন কৃষ্ণপিণ্ডাক্ষ ওঁ কৃষ্ণপিণ্ডাক্ষায় নমঃ

কর্কট গজবর্কত্র ওঁ গজবর্কত্রায় নমঃ

সিংহ লম্বোদর ওঁ লম্বোদরায় নমঃ

কন্যা বিকট ওঁ বিকটায় নমঃ

তুলা বিঘ্নরাজেন্দ্র ওঁ বিঘ্নরাজেন্দ্রায় নমঃ

বৃশ্চিক ধূম্রবর্ণ ওঁ ধূম্রবর্ণায় নমঃ

ধনু মহোদর ওঁ মহোদরায় নমঃ

মকর বিনায়ক ওঁ বিনায়ক নমঃ

কুম্ভ গণপতি ওঁ গণপত্যায় নমঃ

মীন গজানন ওঁ গজননায় নমঃ

আরও পড়ুন: আপনার কুম্ভ রাশি হলে, সমস্যা সমাধানে এই উপায়টি করুন

ক্রিয়াটি কী ভাবে সম্পন্ন করবেন:

প্রতি দিন প্রথমে ১২টি গণেশজির মন্ত্র এক বার করে বলুন। তার পর আপনি আপনার রাশি অনুসারে গণেশজির মন্ত্র ২১ বার অথবা ১০৮ বার করে বলুন।

যেমন: মেষ রাশির জাতক-জাতিকারা ‘ওঁ বক্রতুণ্ডায় নমঃ’ এই মন্ত্র ২১ বার অথবা ১০৮ বার করে বলুন। গণেশজিকে ভক্তি ও শ্রদ্ধা করুন এবং ওঁর আশীর্বাদ লাভ করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন