অর্ধনারীশ্বর ও সপ্তম ভাব (শেষ অংশ)

জন্মলগ্ন থেকে হোক, জন্মরাশি থেকে হোক বা জন্ম মাস থেকে হোক, তার কোনটা থেকে আমার বিপরীতে যে মনের মানুষ আসবে তার বিচার করব না, বিচার করব শুধু একটি ভাব থেকে তা সপ্তম ভাব, কেন তা করব নীচে তার কারণ দর্শানো হল—

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ০০:৫৪
Share:

এ বারে আমরা অর্ধনারীশ্বর তত্ত্ব অনুযায়ী দেখব, কেন লগ্নের সপ্তম ভাব, রাশির সপ্তম ভাব বা জন্ম মাসের সপ্তম ভাব আমার অর্ধাঙ্গীনির বিচার করব। অন্য কোনও ভাব, যেমন চতুর্থ ভাব, একাদশ ভাব বা পঞ্চম ভাব বা অন্য কোনও ভাব থেকে আমার মনের মানুষকে পাওয়ার জন্য বিচার করব না। সপ্তম ভাব বাদ দিলে বাকি এগারোটা ভাব থেকে অর্থাৎ বাকি এগারোটা ভাবের কোন ভাব থেকে বিচার করব না, তা জন্মলগ্ন থেকে হোক, জন্মরাশি থেকে হোক বা জন্ম মাস থেকে হোক, তার কোনটা থেকে আমার বিপরীতে যে মনের মানুষ আসবে তার বিচার করব না, বিচার করব শুধু একটি ভাব থেকে তা সপ্তম ভাব, কেন তা করব নীচে তার কারণ দর্শানো হল—

Advertisement

(১) কোনও জাতক/জাতিকা যে লগ্নে জন্মেছে সেই লগ্নের কাউকে সে বিয়ে বা প্রেম করতে পারে না। সম লগ্নে বিয়ে বা প্রেমে আত্মার যে বিপরীত ভাব আছে সেটা সে পাবে না। আমি পুরুষ আর আমার বিপরীতে থাকবে যে ভাব, সেই ভাব আমি সমভাবের নারীর কাছ থেকে পাব না। সিংহ লগ্নের জাতক, সিংহ লগ্নের কোনও মেয়েকে বিয়ে করলে সিংহ লগ্ন জাতকের ভিতর আত্মার যে খোরাক আছে সেটা সিংহ লগ্নের কোনও মেয়ে পূর্ণ করতে পারবে না। মোট কথা, যদি জাতক সিংহ লগ্নের কোনও মেয়েকে বিয়ে করে, তবে আত্মার প্রকাশ বাধা পাবে।

(২) কোনও জাতক তার লগ্নের তৃতীয়ে কোনও মেয়ের লগ্ন পড়েছে তাকে কি প্রেম বা বিয়ে করতে পারে? না পারে না। কারণ, ধরা যাক, কোনও জাতকের বৃষ লগ্ন, তার তৃতীয় ভাব মানে কর্কট লগ্নের মেয়েকে কী বিয়ে করতে পারে? তৃতীয় ভাব থেকে ভগ্নী বোঝায়। বোনকে কেউ বিয়ে করে? অর্ধনারীশ্বর তত্ত্বে তৃতীয় ভাব থেকে সেই অর্থে বিয়ে বা প্রেম হয় না।

Advertisement

(৩) কোনও জাতক চতুর্থ ভাবের কাউকে বিয়ে বা প্রেম করতে পারে না। চতুর্থ ভাব থেকে মা বোঝায়। আমার বৈশাখ মাসে জন্ম। আমার চতুর্থ ভাব শ্রাবণ মাসের কোনও মেয়েকে আমি বিয়ে করতে পারি না। আমার মকর লগ্ন হলে, চতুর্থ ভাব মেষ। মকরের অধিপতি শনি, আর মেষের অধিপতি মঙ্গল। শনি-মঙ্গল দুই বিপরীত চরিত্র। অর্ধনারীশ্বর তত্ত্বে সেই চতুর্থ ভাবে লগ্ন বা রাশি বা মাস পড়েছে এমন কাউকে বিয়ে করতে পারি না। এখানেও আত্মার প্রকাশ বাধা পাবে যদি বিয়ে হয়।

(৪) পঞ্চম ভাবের কাউকে আমি বিয়ে করতে পারি না, কারণ পঞ্চম ভাব থেকে পুত্র বা কন্যা বোঝায়। সন্তানের সঙ্গে আমার বিয়ে হয় না। এখানে আত্মার প্রকাশ বাধা পাবে যদি বিয়ে হয়।

(৫) ষষ্ঠ ভাব থেকেও আমার বিয়ে হবে না। আমার তুলা লগ্ন হলে ষষ্ঠ ভাব পড়েছে মীন রাশিতে। আমি জাতক হলে, পাত্রী হবে মীন লগ্নে বা আমার শত্রু ভাবে। এমনিতে গ্রহ চরিত্রে শুক্র-বৃহস্পতি মেলে না, তারপর শত্রু ভাব। এখানে আত্মার প্রকাশ বাধা পাবে যদি বিয়ে হয়। আবার ষষ্ঠ ভাব থেকে মামা, মাসী বোঝায়। মামা,মাসীর সঙ্গে কারও বিয়ে হয় না।

(৬) যে কোনও লগ্নের নবম ভাব থেকে পিতা, গুরু বোঝায়। কোনও জাতিকার নবম ভাব থেকে তার দীক্ষা গুরুর বিচার হয় বা পিতার বিচার হয়। তাই সেখানেও বিয়ে চলে না।

(৭) লগ্নের দশম ভাব থেকে বায়োলজিক্যাল পিতা বোঝায়। কোনও জাতিকা তার পিতাকে কী ভাবে বিয়ে করতে পারে? যদি কেউ বিয়ে করে তবে আত্মার প্রকাশ বাধা পাবে। আমি জাতিকা হলে আমার দশম ভাবে কোনও পাত্রের লগ্ন পড়লে আমি তাকে বিয়ে করতে পারি না, কারণ দশম থেকে আমার পিতার বিচার হয়।

(৮) আমার লগ্নের একাদশ ভাবে পড়েছে এমন কোনও ব্যক্তির লগ্ন পড়েছে তাকেও আমি বিয়ে করতে পারি না। কারণ সেই ভাবে আমার দিদি বা দাদার বিচার হয়।

(৯) আবার দ্বাদশ ভাব থেকেও আমি কাঊকে বিয়ে করতে পারি না। কারণ দ্বাদশ ভাব থেকে আমার কাকা বা পিসির বিচার হয়। আমার লগ্নের দ্বাদশে কারও লগ্ন পড়লে অর্ধনারীশ্বর তত্ত্ব অনুযায়ী তাকে বিয়ে করা যায় না। যদি বিয়ে আত্মার প্রকাশে বাধা পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement