প্রতি দিন সকালে ঘরের প্রধান দরজা খোলার পর জল দিয়ে এই কাজ করলে অভাবনীয় অর্থের মালিক হতে পারবেন

আমরা আমাদের জীবনের সমস্যা কাটিয়ে উঠতে নানা প্রক্রিয়া অবলম্বন করি। কিছু প্রক্রিয়ার ফল খুব দ্রুত পাওয়া যায়। আবার কিছু প্রক্রিয়ার ফল পাওয়া যায় ধীরে ধীরে। আবার অনেক সময় কোনও প্রক্রিয়া অতি সাধারণ বলেও মনে হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ০০:০৫
Share:

আমরা আমাদের জীবনের সমস্যা কাটিয়ে উঠতে নানা প্রক্রিয়া অবলম্বন করি। কিছু প্রক্রিয়ার ফল খুব দ্রুত পাওয়া যায়। আবার কিছু প্রক্রিয়ার ফল পাওয়া যায় ধীরে ধীরে। আবার অনেক সময় কোনও প্রক্রিয়া অতি সাধারণ বলেও মনে হয়। কিন্তু যদি প্রক্রিয়াগুলি সঠিক নিয়ম এবং ধৈর্যের সঙ্গে করা হয়, তা হলে অবশ্যই ফল পাওয়া যায়। পুজো পার্বন বা টোটকার মাধ্যমে অবশ্যই জীবনের ছোটখাটো সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। টোটকা যেমনই হোক, তার প্রভাব ধীর গতিতে হয়। তবে তা আমাদের জীবনে অনেক সমস্যার সমাধান করে।

Advertisement

দেখে নেওয়া যাক সকালে দরজা খোলার পর জল দিয়ে কী করতে হবে—

আমার সকলেই জানি যে, শাস্ত্রমতে তামার পাত্র অত্যন্ত শুভ। যে কোনও পুজো পার্বনে তামার পাত্র ব্যবহার করা হয়। যদি তামার পাত্রে জল রেখে প্রতি দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দেওয়া হয়, তা হলে তা বাড়ির তথা বাড়ির আশেপাশের পরিবেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক। তবে এই কাজটি ভোরের দিকে করলে ফল দ্রুত পাওয়া যায়।

Advertisement

আরও পড়ুন: একটি মাত্র এলাচ, লবঙ্গ ও এক টাকার কয়েনের মাধ্যমে অর্থ উপার্জনের টোটকা

এই নিয়ম করলে কী ফল পাওয়া যায়—

• বাড়িতে যদি কোনও প্রকার বাস্তু দোষ থেকে থাকে, তা হলে তা খুব দ্রুত কেটে যায়।

• এই নিয়ম মানলে বাড়িতে আর্থিক উন্নতি হয় চোখে পড়ার মতো।

• পরিবারের সকলের শারীরিক উন্নতি ঘটে। সে সব বাড়িতে চট করে কেউ অসুস্থ হয়ে পড়ে না।

• সন্তানদের লেখাপড়ায় উন্নতি দেখা যায়।

• পরিবারের সুখ শান্তি বজায় থাকে। পরিবারের সকলে আনন্দে জীবন যাপন করতে সক্ষম হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement