জমি নির্বাচন

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ০০:০০
Share:

যেকোনও ধরনের নির্মাণ কাজ শুরু করার প্রথম ধাপ হল জমি নির্বাচন বা বাছাই। এই জমি বা ভূখন্ড বাছাইয়ের কাজটি খুব গুরুত্ব সহকারে করতে হবে। কারণ ‘মূল’ যদি ঠিক না থাকে তবে ‘কাণ্ড’ বা ‘শাখা-প্রশাখা’ দোষযুক্ত হয়ে পড়ে।

Advertisement

দেখে নেওয়া যাক বিভিন্ন দিকে ভূমি উঁচু থাকার শুভাশুভঃ--

১ পূর্ব দিকে ভূমি উঁচু থাকলে সন্তানহানি।

Advertisement

২। আগ্নেয় দিকে উঁচু থাকলে ধনলাভ।

৩। দক্ষিণ দিকে উঁচু থাকলে সেই ভূমি রোগ সৃষ্টিকারী।

৪। নৈঋত দিকে ভূমি উঁচু থাকলে সন্তানলাভ।

৫। বায়ব্য দিকে উঁচু হলে ধননাশ।

৬। উত্তর দিকে উঁচু হলে সেই ভূমি রোগ সৃষ্টিকারী।

৭। ঈশান দিকে ভূমি উঁচু হলে তা হবে ক্লেশ সৃষ্টিকারী ও অমঙ্গলকারক।

৮। পশ্চিম দিকে ভূমি উঁচু হলে তা সুখদায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement