ইঁদুরমাটি নতুন ভাঁড়ে এনে ঈশান কোণে পুঁতে দিলে কী হয় জানেন?

আমাদের জীবনে চলার পথে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে বাধ্য হই। সর্বক্ষেত্রে হয়তো সমস্যার প্রতিকার করা সম্ভব হয়ে ওঠে না।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share:

আমাদের জীবনে চলার পথে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে বাধ্য হই। সর্বক্ষেত্রে হয়তো সমস্যার প্রতিকার করা সম্ভব হয়ে ওঠে না। এই অবস্থায় জীবনের সমস্যা সমাধানে টোটকাগুলি প্রয়োগ করে দেখুন—

Advertisement

১। হরিদ্রা ও ধূতরার রস দিয়ে কালি তৈরি করে শত্রুর নাম লিখে এক হাত গর্ত করে পুঁতে দিলে শত্রু নাশ হবেই। অব্যর্থ ফল।

২। ছেলেরা কোনও দিন ধূপ বা মোমবাতি নেভাবেন না। শারীরিক অক্ষমতা দেখা দেবে। বন্ধ্যাত্বও দেখা দিতে পারে।

Advertisement

৩। মেয়েরা চালকুমড়ো বা কুষ্মাণ্ড ভক্ষণ করবে না এবং ছেদনও করবে না।

৪। বাসিমুখে প্রতি দিন যদি দুটো হাত মেলে তার রেখাগুলো দেখা হয়, তা হলে সমূহ বিপদ থেকে বাঁচবেন ও সারা দিন ভাল যাবে।

৫। পুরুষদের যদি অক্ষমতা এসে যায়, সহবাসে দুর্বল হয়ে পড়েন, তা হলে জায়ফলের ভেতরের যে বীজ আছে তা ছোট ছোট কুচি করে দু’টুকরো রাত্রে কাঁসার গ্লাসে ভিজিয়ে রাখবেন। সকালে বাসিমুখে সেই জল ছেঁকে সেবন করলে দুর্বলতা কেটে যাবে।

৬। কুটিল চরিত্রের লোক বাড়িতে আছে। নিজেদেরই লোক, যে ক্ষতি করার চেষ্টা করছে বুঝতে পারছেন। মঙ্গলবার কাঁচা হলুদের গাঁট বেঁধে রাখুন কোমরে, কাউকে কিছু না বলে। দেখবেন ভাল উপকার পাচ্ছেন।

আরও পড়ুন: বৃহস্পতির অবস্থান অনুযায়ী জাতক-জাতিকার প্রকৃতি

৭। ইঁদুরমাটি নতুন ভাঁড়ে এনে ঈশান কোণে পুঁতে দিলে অর্থ আসবে। অর্থ খরচ হবে না। সঞ্চয় হবে।

৮। ব্যবসা ভাল চলছে না। খুবই চিন্তায় আছেন। ব্যবসাস্থানে যে লক্ষী-গণেশ আছেন, নিজের পছন্দমতো একটি ফুল গণেশের পায়ে নিবেদন করুন। একুশ দিন, একদিনও বাদ না দিয়ে। বাইশ দিনের মাথায় লাল শালুর মধ্যে একুশ দিনের ফুল নিয়ে নিজের মনস্কামনা জানিয়ে গঙ্গায় বিসর্জন দিন তারপর থেকে ব্যবসা ভাল হবেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement