প্রেমের পূর্ব লক্ষণ নিয়ে পাশ্চাত্য জ্যোতিষের কিছু বিশ্বাস

পরীক্ষায় দেখা গিয়েছে, এই বিশ্বাসগুলি পৃথিবীর সব দেশেই কমবেশি প্রাসঙ্গিক। প্রেমের সপ্তাহে তারই কয়েকটি তুলে ধরা হল।

Advertisement

কৃষ্ণপ্রেম

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩৫
Share:

পাশ্চাত্য লক্ষণশাস্ত্র অনুসারে ইউরোপের বিভিন্ন দেশে বহু যুগ ধরে চলে আসা প্রেমের পূর্ব লক্ষণ নিয়ে ওখানকার মানুষজনের মধ্যে বিভিন্ন রকম বিশ্বাস চালু আছে। তবে পরীক্ষায় দেখা গিয়েছে, এই বিশ্বাসগুলি পৃথিবীর সব দেশেই কমবেশি প্রাসঙ্গিক। প্রেমের সপ্তাহে তারই কয়েকটি তুলে ধরা হল।

Advertisement

(১) প্রেমিক প্রেমিকা যদি দু’জনে একই সময়ে একই সঙ্গে হেঁচে ওঠে, তা হলে বোঝায় তাদের প্রেমের ভবিষ্যৎ ভাগ্য খুবই শুভ।

(২) যদি কোনও প্রেমিকার চুলের ক্লিপ হঠাৎ করে কোনও কারণ ছাড়াই চুল খেকে খুলে পড়ে যায়, তা হলে বোঝায় অল্প দিনের মধ্যেই তার প্রেমে ভেঙে যাচ্ছে।

Advertisement

(৩) পূর্ণিমা থেকে সপ্তম দিনে যদি দু’জনের প্রথম দেখা হয়ে থাকে, তা হলে এটা অতি শুভ প্রেমের বন্ধন বোঝায়।

আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে-তে রাশি অনুযায়ী উপহার দিয়ে প্রেমিকার মন জয় করে নিন

(৪) যদি প্রেমিক অথবা প্রেমিকার মধ্যে কেউ একজন অপরজনকে রুমাল উপহার হিসেবে দেয়, তা হলে নিশ্চিত তাদের মধ্যে ঝগড়া হয়ে প্রেমের বিচ্ছেদ ঘটবে। এই বিশ্বাস এ দেশেও চালু আছে।

(৫) একটা গুবরে পোকা ধরে সেটাকে ছেড়ে দিলে সে যে দিকে উড়ে যাবে সে দিক থেকে ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনী বিয়ে করতে আসবে বলে মনে করা হয়।

(৬) যদি কেউ জোনাকি ধরে মেরে ফেলে, তবে খুব শীঘ্রই চিরদিনের জন্যে তাদের প্রেমে বিচ্ছেদ ঘটবে।

(৭) কোনও শনিবারে প্রেম নিয়ে ভাবার সময় কারও যদি প্রবল হাঁচি হয়, তা হলে নিশ্চিত প্রেম সম্পর্কিত কোনও ঘটনা তার পরবর্তী দিনে হবেই।

(৮) ভাঙা ডিমের স্বপ্ন দেখলে বোঝায় তার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অল্প দিনের মধ্যে ঝগড়া হতে চলেছে।

(৯) একটা মোমবাতি প্রেমিক বা প্রেমিকার বাড়ির দরজার সামনে জ্বালিয়ে যদি দেখা যায় মোমবাতির জ্বলন্ত শিখাটা তোমার দিকে আসছে বা তোমার বাড়ির দিকে আসছে, তা হলে বোঝায় তুমি তোমার প্রেমিক বা প্রেমিকাকে বিশ্বাস করতে পার, সে একজন বিশ্বস্ত মানূষ।

(১০) কোনও প্রেমিকা তার চিরুনি যদি ভুলক্রমে তার প্রেমিককে বহন করতে দিয়ে থাকে, তা হলে প্রেমিকা নিশ্চিত থাকতে পারে তার প্রেমিককে সে চিরদিনের জন্য হারাবে।

(১১) যদি প্রেমিক ও প্রেমিকা স্নানের পর একই টাওয়েল শেয়ার করে, তা হলে খুব শিঘ্রই তারা পরস্পর থেকে দূরে সরে যাবে।

(১২) যদি শরীরের ডানদিক কোনও কারণে কেঁপে ওঠে, তা হলে বোঝায় তোমার ভালবাসার জন তোমার কথা নিয়ে ভাবছে।

(১৩) যদি প্রেমিক বা প্রেমিকাকে কোনও সেতুর সন্নিকটে এসে তাকে ভুল করে বিদায় সম্ভাষণ জানানো হয়, তা হলে তা চিরদিনের জন্যে বিদায় জানিয়ে আসা বোঝায়।

(১৪) যদি কারও নাক হঠাৎ করে চুলকাতে থাকে, তা হলে গোপনে কেউ আপনাকে ভালবেসে চলেছে, কোনও কারণে কাছে আসতে পারছে না।

(১৫) প্রেম করতে করতে কেউ যদি সুগন্ধী পার্সলে গাছের লতা ভুল করে ছিঁড়ে ফেলে, এতে বোঝায় তারা তাদের প্রেমে দুর্ভাগ্য ডেকে আনবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন