ঋণ থেকে মুক্তি পেতে সহজ কিছু টোটকা

আপনি নিজের গৃহ দেবদেবীর যখন পুজো করবেন, তখন প্রদীপে সাদা সলতের পরিবর্তে লাল সলতে ব্যবহার করুন। এর ফলে আর্থিক সমৃদ্ধি ঘটবে এবং ঋণ মুক্তি হবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৮ ০০:০২
Share:

আপনি নিজের গৃহ দেবদেবীর যখন পুজো করবেন, তখন প্রদীপে সাদা সলতের পরিবর্তে লাল সলতে ব্যবহার করুন। এর ফলে আর্থিক সমৃদ্ধি ঘটবে এবং ঋণ মুক্তি হবে।

Advertisement

আপনার বাস্তু যদি ঠিক থাকে তাহলে আপনি ঋণে জড়িয়ে পরবেন না। অফিস, ব্যবসার স্থান অথবা বাড়ির ছাদের ঢাল দক্ষিন-পশ্চিম দিকে বেশি হলে ঋণের পরিমান বৃদ্ধি পেতে পারে।

যদি আর্থিক কারণে ঋণগ্রস্থ হন তাহলে শুক্ল পক্ষের প্রথম শুক্রবার একটি একাক্ষী নারকেলের ওপর সিঁদুরের তিলক এঁকে, আর্থিক সমস্যা নিবারণের পার্থনা জানিয়ে সেটা লাল রেশমি কাপড়ে বেঁধে টাকা-পয়সা রাখার জায়গায় রেখে দিন। খুব শীঘ্রই আপনার আর্থিক সমস্যা দূর হয়ে যাবে।

Advertisement

বাড়ি অথবা ব্যবসার জায়গায় জল নিকাশী ব্যবস্থা যেন উত্তর-পূর্ব দিকেই হয়। তাহলে আপনার ঋণ দ্রুত শোধ হবে এবং অর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

অর্থের অভাবে ঋণ হলে আটার ১০৮টি গুলি বানিয়ে নিজের ইষ্টদেবতাকে স্মরণ করুন এবং আরও ১০৮টি বানান মা লক্ষ্মীকে স্মরণ করে ও মন্ত্র জপ করতে করতে। এই আটার গুলি গুলো একশো আটদিন পুকুরে কিংবা নদীতে মাছেদের খাওয়ালে ঋণমুক্তি ও ধনপ্রাপ্তি ঘটবে।

বিশেষ করে একটি দিকে নজর দেওয়া প্রয়োজন, বাড়িতে যেন ঝুল বা খুব নোংরা না জমে, এতে পরিবারের সুখ শান্তি নষ্ট হয় এবং ঋণে জরিয়ে পড়তে হয়।

এই টোটকা গুলি নিয়মের সহিত করলে আশা করা যাচ্ছে ঋণ মুক্তি ঘটবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন