আপনার হাতের আঙ্গুলের গঠন আপনার পরিচয় দিতে পারে

যার হস্তাঙ্গুলি চিঁড়ের মতো চ্যাপ্টা সে ব্যক্তি চাকরিজীবী বা পরসেবক হয়।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ০০:০০
Share:

আপনার হস্তাঙ্গুলি মিলিয়ে নিন—

Advertisement

১। যার হস্তাঙ্গুলির অগ্রভাগ সুক্ষ সে মেধাবী হয়।

২। যার হস্তাঙ্গুলি চিঁড়ের মতো চ্যাপ্টা সে ব্যক্তি চাকরিজীবী বা পরসেবক হয়।

Advertisement

৩। যার হস্তাঙ্গুলি স্থুল ও উন্নত সে ধনবান হয়।

৪। যার হস্তাঙ্গুলিতে পর্বের দাগ ছাড়া অন্য কোনও রেখা থাকে না সেই ব্যক্তি দীর্ঘজীবী ও সৌভাগ্যশালী হয়।

৫। যার আঙ্গুলগুলি একত্র করলে ফাঁক থাকে না সে ধনবান হয়।

৬। যার বৃদ্ধাঙ্গুলির গর্ভে বূহ্য ও সুঅঙ্কিত যব চিহ্ন থাকে সে ব্যক্তি বিদ্বান\ধনবান\রাজতুল্য সম্মান পায়।

৭। অঙ্গুষ্ঠমণ্ডলে বেদীর মতো রেখা থাকলে সে সাধু\সজ্জন হয়।

৮। যার হাতে চারটি আঙ্গুল একই রেখায় দন্ডায়মান সে সৌভাগ্যবান হয়। তবে হাতের আঙ্গুলের এই রূপ অবস্থান সচরাচর হয় না।

৯। যার হাতের অঙ্গুলিগুলি অত্যন্ত কঠিন সে কঠোর হৃদয়, তেজস্বী, দৃঢ়প্রতিজ্ঞ ও কৌশলী হয়ে থাকে।

১০। অঙ্গুলি ক্ষুদ্র হলে জাতক স্বার্থপর/অলস/কর্তব্যজ্ঞানশূন্য ও নির্বোধ হয়।

১১। হস্তাঙ্গুলি হাতের তালুর অনুপাতে সামান্য ছোট হলে সে তীক্ষ্ণবুদ্ধি ও সুবিচারক হয়।

১২। যার হাতের অঙ্গুলিগুলি ফাঁক ফাঁক হয় সে নির্ধন ও দুঃখী হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন