বাস্তু শাস্ত্র অনুযায়ী এই নিয়ম মেনে চললেই হবে ঋণ মুক্তি

জীবনে সুখ শান্তি পাওয়া সকলেরই কাম্য। কিন্তু এটা সকলকেই বুঝতে হবে যে, সুখ শান্তি নিজে থেকে আসে না। সকাল থেকে সারাদিন কিছু নিয়মের মাধ্যমে সংসারে সুখ আনতে হয়। যদি সংসারে আর্থিক সমস্যা থাকে বা ঋণের বোঝা অতিরিক্ত হয়, তা হলে এই সকল বাস্তু নিয়মগুলো মেনে চলতে হবে। এর থেকেই হবে ঋণ মুক্তি।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ ০০:০৬
Share:

জীবনে সুখ শান্তি পাওয়া সকলেরই কাম্য। কিন্তু এটা সকলকেই বুঝতে হবে যে, সুখ শান্তি নিজে থেকে আসে না। সকাল থেকে সারাদিন কিছু নিয়মের মাধ্যমে সংসারে সুখ আনতে হয়। যদি সংসারে আর্থিক সমস্যা থাকে বা ঋণের বোঝা অতিরিক্ত হয়, তা হলে এই সকল বাস্তু নিয়মগুলো মেনে চলতে হবে। এর থেকেই হবে ঋণ মুক্তি। অতিরিক্ত ঋণ মানুষের জীবনে অভিশাপের মতো।

Advertisement

ঋণ মুক্তির সহজ কিছু নিয়ম—

• প্রথমেই মনে রাখতে হবে, যদি রাশি চক্রে ঋণ যোগ বা দারিদ্র যোগ থাকে, তা হলে খুব তাড়াতাড়ি প্রতিকারের বিশেষ প্রয়োজন।

Advertisement

• বাড়িঘর নিয়মিত পরিষ্কার পরিছন্ন করতে হবে।

আরও পড়ুন: আর্থিক উন্নতি তুঙ্গে রাখতে কোন রাশির ওপর কোন গ্রহের কেমন প্রভাব জরুরী

• শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, যিনি নিজেকে ও ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার করেন, সৌভাগ্য সব সময় তাঁর সঙ্গে থাকে।

• সূর্যাস্ত হওয়ার পর ঘরবাড়ি পরিষ্কার করা উচিত নয়। এতে আর্থিক পরিস্থিতি খারাপ হয় ও নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়।

• অনেক মহিলাই সব কাজ কর্ম করার পর স্নান করেন। এই নিয়ম একেবারে বাস্তু বিরুদ্ধ। মহিলাদের সকালবেলায় স্নান সেরে নেওয়া উচিত। এতে সংসারে শীঘ্র উন্নতি হয়।

• সারা বছর অন্তত যে কোনও একটি পূর্ণিমায় নারায়ণ পুজো করা আবশ্যক।

• বাড়ির পূর্বদিকে সুগন্ধী ফুল গাছ লাগাতে হবে।

বুঝে খরচ করার সঙ্গে সঙ্গে এই নিয়মগুলো মেনে চললে সংসার হবে মঙ্গলময় এবং সংসারে আর্থিক উন্নতি ও ঋণ মুক্তি ঘটবে খুব তাড়াতাড়ি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন