আপনি কী ভাবছেন, বলে দেওয়া যাবে এই অঙ্ক কষে! (প্রথম অংশ)

সংখ্যা ম্যাজিক করতে পারে। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, সংখ্যার সাহায্যে আপনার মনের গভীরে যে কথা লুকিয়ে রেখেছেন, তা বলে দেওয়া সম্ভব। কী ভাবে?

Advertisement

অসীম  সরকার

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ০০:০০
Share:

সংখ্যা ম্যাজিক করতে পারে। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, সংখ্যার সাহায্যে আপনার মনের গভীরে যে কথা লুকিয়ে রেখেছেন, তা বলে দেওয়া সম্ভব। কী ভাবে?

Advertisement

প্রথমে আপনি কাউকে বললেন, কিছু একটা চিন্তা করতে। সে কিছুক্ষণ চিন্তা করল। এই অবস্থায় তাকে বললেন নয়টা সংখ্যা বলতে। ধরা যাক, সে যে নয়টা সংখ্যা বললো, তা এই রকম, ৯ ৫ ৩ ৪ ৯ ৮ ১ ৭ ৪

এ বার এই সংখ্যাগুলি যোগ করা হল= ৯+৫+৩+৪+৯+৮+১+৭+৪=৫০

Advertisement

যোগফল=৫০

এ বার, যোগফল+৩=৫০+৩=৫৩ (সব সময় যোগফলের সঙ্গে ৩ যোগ করতে হবে।)

এ বার আমরা নীচের তালিকার সাহায্যে ৫৩–এর মানে জানার চেষ্টা করব।

৫৩) কোনও বড় পদ, রাজা, এমন লোক যার প্রচুর ক্ষমতা, সোনা হারানো বা মৃত সিংহ।

৫৩র মানেতে দেখলাম রাজা আছে, বা সোনা হারানোর কথা আছে বা উচ্চ কোনও পদ আছে। এর যে কোন একটা তিনি নিশ্চিত ভাবছেন। যে কেউ এই ভাবে পরীক্ষা করে দেখুন আপনার মনের কথা জানা যায় কিনা।

এ বার সম্পূর্ণ তালিকাটি নীচে ক্রমিক সংখ্যা অনুযায়ী পরপর দিয়ে দেওয়া হল-

(১) আপনি কোনও পজিশনের কথা, উন্নতির কথা, আপনার উপরে থাকা কোনও কিছুর কথা, একজন মালিক বা প্রভুর কথা, জনক, চূড়া, মাথা, কারও নজরে থাকা, কোনও কিছু সমান করা, নীচে পড়া ইত্যাদি।

(২) আপনি দূরের কোনও বস্তু, বস্তুগুলির দূরত্বে, কোনও ভ্রম, অথবা বিদেশের কথা ভাবছেন।

(৩) আপনি কোনও ব্যাক্তিগ ঘটনার কথা ভাবছেন। কোনও রোগ বা অসুস্থতা, সম্ভবত কারও জ্বরের কথা ভাবছেন। অথবা তাপ বা ক্রোধ নিয়ে ভাবছেন।

(৪) ঘরোয়া কোনও ব্যাপার, পারিবারিক কোনও বিষয়, ভালবাসা ও সুখ, হৃদয় সংক্রান্ত কিছু, অথবা এমন কিছু যা প্রবল ভাবে আপনার আকাঙ্খা রয়েছে।

(৫) ম্যারেজ বা বিবাহ সংক্রান্ত কিছু, বোঝাপড়া বা চুক্তি, এমন কিছু যা একসূত্রে গাঁথা ইত্যাদি।

(৬) কোনও খবর সংক্রান্ত কিছু, নিজেদের মধ্যে সম্পর্কিত বস্তু, ভাই, যোগাযোগের বিভিন্ন মাধ্যম, নানা দিকে ভ্রমণ ইত্যাদি।

(৭) বাড়ি সংক্রান্ত, মাটির নীচের কোনও বস্তু, জমি অথবা কোনও জলাধার, মহাসমুদ্র, পরিবর্তন বা অপসারণ।

(৮) প্রাচীন কোনও ঐতিহাসিক জিনিস, বিদেশি কোনও বস্তু, বিদেশ, প্রাচ্য।

(৯) কারও মৃত্যু বা বা কিছু হারানো, ত্রুটিপূর্ণ যোগাযোগ, ক্ষতিপূরণ বা প্রতিদান সম্পর্কিত কিছু।

(১০) কোনও বিরোধী জোট, বিরক্তিকর কিছু, চুক্তিপত্র/চুক্তি, বিতর্ক বা বাদানুবাদ।

(১১) সম্পত্তির মূল্যায়ণ, খনি, রিয়াল এস্টেট সম্পর্কিত কিছু একটা।

(১২) মনমুগ্ধকর পরিবেশ, আমোদপ্রমোদ সংক্রান্ত কিছু, আড়ম্বরপূর্ণ কোনও অনুষ্ঠান, পার্বণ সংক্রান্ত কোনও বিষয়, মিহি কাপড়, ব্যক্তিগত আরাম সংক্রান্ত কিছু।

(১৩) টাকাকড়ি সংক্রান্ত, স্পেকুলেটিভ কোনও বিষয়, ভালবাসা।

(১৪) ছোটখাটো ভ্রমণ, কোনও প্রমোদতরী বা জলপথ সংক্রান্ত কোনও ভ্রমণ, নারী সম্পর্কিত কিছু।

(১৫) মর্মান্তিক হৃদয় বিদারক কোনও ঘটনা বা মৃত্যু সংক্রান্ত কিছু। মৃতদেহ বহনের সময়ে যে ধরনের শোকবাহী পোষাক পরা হয়, শোক, ক্ষতি বা দুর্ভাগ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন