T20 World Cup 2024

বিশ্বকাপের দলে জায়গা হয়নি রিঙ্কুর, সঠিক সিদ্ধান্ত? মুখ খুললেন সৌরভ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। চার স্পিনার, কোহলির স্ট্রাইক রেট, রিঙ্কুর জায়গা না পাওয়ার মত বিষয়গুলি নিয়ে মুখ খুললেন সৌরভ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২৪ ২০:১৩
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।

বিশ্বকাপে ভারতের দল নির্বাচন হয়েছে গত মঙ্গলবার। তিন দিন পরেও আলোচনার বিষয় একটাই, রিঙ্কু সিংহের সুযোগ না পাওয়া। অনেকেই অবাক। সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য এতে একেবারেই বিস্মিত নন। তাঁর মতে এটি সঠিক সিদ্ধান্ত।

Advertisement

শুক্রবার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় বাড়তি এক জন স্পিনার দলে রাখতে চাওয়ার জন্যই হয়তো রিঙ্কুকে রাখা যায়নি। তা ছাড়া রিঙ্কু তো সবে ক্রিকেটজীবন শুরু করেছে।’’

চার স্পিনার নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘চার স্পিনার একদম ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজ়ে খেলা হবে। ওখানে স্পিনারেরা সাহায্য পায়। ওখানকার পিচ একটু মন্থর হয়। বল নিচু হয়ে যায়। মাঠগুলো বড়। স্পিনারেরা গুরুত্বপূর্ণ হবে।’’

Advertisement

ভারতের টি-টোয়েন্টি দল নিয়ে খুশি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, জাতীয় নির্বাচকেরা যথেষ্ট শক্তিশালী দল নির্বাচন করেছেন। ভারতের চ্যাম্পিয়ন হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে মনে করছেন সৌরভ। তিনি বলেছেন, ‘‘ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। প্রতিযোগিতার সেরা দল। ভারত অবশ্যই বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। যে ১৫ দলে আছে, তারা সকলেই দুর্দান্ত ক্রিকেটার। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় সঠিক একাদশ বেছে নিতে পারবে।’’

পথ দুর্ঘটনায় আহত হওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ভারতীয় দলে ফিরেছেন ঋষভ পন্থ। আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট নিজের দলের অধিনায়ককে নিয়ে উচ্ছ্বসিত। সৌরভ বলেছেন, ‘‘পন্থ দুর্দান্ত ক্রিকেটার। ওর অবশ্যই বিশ্বকাপের দলে থাকা উচিত।’’ আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। সেই বিতর্কেও ঢুকতে চাইলেন না সৌরভ। তাঁর সাফ কথা, ‘‘এ সব কিছু না। কোহলি অনেক বড় মাপের খেলোয়াড়। ঠিকই আছে।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ। তাঁর বক্তব্য, পন্থ, রোহিত, কোহলি, শিবম দুবেরা একার হাতেই ম্যাচ জেতাতে পারেন। দল নিয়ে বিতর্কের কিছু দেখছেন না সৌরভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন