Jamai Shasthi

আগামী বুধবার জামাই ষষ্ঠী, জেনে নিন নির্ঘণ্ট

জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজার মধ্যে দিয়ে এই ব্রত পালন করা হয়। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি। আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালন করা হয় জামাই ষষ্ঠী।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১২ জুন ২০২১ ০৭:৫৮
Share:

প্রতীকী চিত্র।

জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজার মধ্যে দিয়ে এই ব্রত পালন করা হয়। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি। আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালন করা হয় জামাই ষষ্ঠী। মহিলারা তাদের জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা এবং হাতে হলুদ মাখানো বা হলুদ সুতো বেঁধে মেয়ে জামাইয়ের কল্যাণ কামনা করেন। এই ব্রত পালনের মধ্যে দিয়ে হিন্দু সংস্কার এবং সামাজিকতা উভয়ই পালন হয়। এক দিকে যেমন মা ষষ্ঠীর পূজা দিয়ে সন্তানের সুখ কামনা করেন অন্য দিকে জামাইকে আদর আপ্যায়ন এবং উপহারের মাধ্যমে মেয়ের শ্বশুরবাড়িতে তার গুরুত্ব বৃদ্ধি করা হয়। জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে জামাইয়ের ঐশ্বর্য এবং মান, যশ বৃদ্ধি কামনা করা হয়। আগামী ১৬ জুন, বাংলার ১ আষাঢ়, বুধবার জামাই ষষ্ঠী।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে–

ষষ্ঠী তিথি আরম্ভ–

Advertisement

বাংলা– ৩১ জ্যৈষ্ঠ, মঙ্গলবার।

ইংরেজি– ১৫ জুন, মঙ্গলবার।

সময়– রাত ১০টা ৫৮ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ–

বাংলা– ১ আষাঢ়, বুধবার।

ইংরেজি– ১৬ জুন, বুধবার।

সময়– রাত ১০টা ৪৬ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-

ষষ্ঠী তিথি আরম্ভ–

বাংলা– ৩১ জ্যৈষ্ঠ, মঙ্গলবার।

ইংরেজি– ১৫ জুন, মঙ্গলবার।

সময়– রাত ৭টা ৩৪ মিনিট ৩৫ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ–

বাংলা– ১ আষাঢ়, বুধবার।

ইংরেজি– ১৬ জুন, বুধবার।

সময়– রাত ৬টা ৫৬ মিনিট ১৫ সেকেন্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন