১৪২৬ সনের চৈত্র নবরাত্রির নির্ঘণ্ট ও আরাধনা মন্ত্র

বাসন্তী পূজোর সময়কার এই তিথিকে বলা হয় চৈত্র নবরাত্রি। নবরাত্রি ব্রত, কৃচ্ছসাধন এবং পূজার সময়। অতিরিক্ত নিদ্রাভাব, আলস্য, কাম, ক্রোধ, দর্প, ঈর্ষা, অধৈর্য এবং বিশ্বাসহীনতার মতো নেতিবাচক দোষগুলি আধ্যাত্মিক সাধনার পথে উন্নতিতে বাধা দেয়। কৃচ্ছসাধন করে এগুলিকে জয় করা এবং আধ্যাত্মিক পূর্ণতা লাভ করা— এই হল নবরাত্রী পূজার অর্ন্তনিহিত আদর্শ।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২০ ০০:০৯
Share:

বাসন্তী পূজোর সময়কার এই তিথিকে বলা হয় চৈত্র নবরাত্রি। নবরাত্রি ব্রত, কৃচ্ছসাধন এবং পূজার সময়। অতিরিক্ত নিদ্রাভাব, আলস্য, কাম, ক্রোধ, দর্প, ঈর্ষা, অধৈর্য এবং বিশ্বাসহীনতার মতো নেতিবাচক দোষগুলি আধ্যাত্মিক সাধনার পথে উন্নতিতে বাধা দেয়। কৃচ্ছসাধন করে এগুলিকে জয় করা এবং আধ্যাত্মিক পূর্ণতা লাভ করা— এই হল নবরাত্রী পূজার অর্ন্তনিহিত আদর্শ।

Advertisement

এই বছর আগামী ২৫ মার্চ ২০২০ থেকে শুরু হচ্ছে এই চৈত্র নবরাত্রি। যার শেষ হবে আগামী ৩ এপ্রিল ২০২০।

আসুন জেনে নেওয়া যাক নবদূর্গার প্রথম রূপ সম্পর্কে:

Advertisement

আগামী ২৫ মার্চ ২০২০ (বাংলা ১১ চৈত্র ১৪২৬) বুধবার, নবরাত্রির সূচনা দিবস। এই দিন নবদুর্গার প্রথম রূপ শৈলপুত্রীর আরাধনা করা বিধেয়, শৈলপুত্রী-পর্বতের কন্যা। দূর্গা হলেন হিমালয় পর্বতের কন্যা। যেহেতু তিনি শৈল (হিমালয়) কন্যা। তাই তার নাম এখানে শৈলপুত্রী। এখানে দেবীর বাহন ষাঁড়। তাঁর এক হাতে থাকে ত্রিশূল। অন্য হাতে পদ্ম।

আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনি বন্ধু হিসেবে কেমন?

আসুন জেনে নিন শৈলপুত্রীর আরাধনার ফল কী?

ফল: মা শৈলপুত্রী মনোবল বৃদ্ধি করেন।

আসুন জেনে নেওয়া যাক শৈলপুত্রীর ধ্যান:

বন্দে বাঞ্জিতলাভায় চন্দ্রার্ধকৃতশেখরাম্।

বৃষারূঢাং শূলধরাং শৈলপুত্রীং যশস্বিনীম্।।

পূর্ণেন্দুনিভাঙ্গৌরীং মূলাধারস্থিতাং প্রথমদূর্গাং ত্রিনেত্রাম্।

পটান্বরপরিধানাং রত্নকিরীটাং নানালঙ্কারভূষিতাম্।।

প্রফুল্লবদনাং পল্লবাধরাং কান্তকপোলাং তুঙ্গকুচাম্।

কামনীয় লাবণ্যস্নেহমুখীং ক্ষীণমধ্যাং নিতন্বনীম্।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন