Solar Eclipse

আগামী ১০ জুন বৃহস্পতিবার বলয় গ্রাস সূর্যগ্রহণ

জ্যোতির্বিদ্যা অনুযায়ী পৃথিবী, সূর্য, চন্দ্র মহাকাশে ভ্রমণকালে যখন এক সরলরেখায় এসে যায় তখন গ্রহণ সংগঠিত হয়। সূর্য এবং চন্দ্রগ্রহণের ক্ষেত্রে অবশ্য সূর্য, চন্দ্র এবং পৃথিবীর অবস্থানের পরিবর্তন হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ০৮:১৪
Share:

সূর্যগ্রহণ

পৌরাণিক কাহিনি অনুযায়ী রাহু এবং কেতু নামে দুই রাক্ষসের সূর্য, চন্দ্রের সঙ্গে খুবই শত্রুতা। রাহু নামের রাক্ষস সূর্য, চন্দ্রকে সুযোগ পেলেই গিলে খায়। কিন্তু মাথা কাটা থাকার কারণে আবার সূর্য, চন্দ্র কিছু ক্ষণ পরেই মুক্তি পায়। এই সময়কে গ্রহণ বলে।

Advertisement

জ্যোতির্বিদ্যা অনুযায়ী পৃথিবী, সূর্য, চন্দ্র মহাকাশে ভ্রমণকালে যখন এক সরলরেখায় এসে যায় তখন গ্রহণ সংগঠিত হয়। সূর্য এবং চন্দ্রগ্রহণের ক্ষেত্রে অবশ্য সূর্য, চন্দ্র এবং পৃথিবীর অবস্থানের পরিবর্তন হয়।

২০২১ সালের প্রথম বলয় গ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আগামী ১০ জুন, ২৬ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। যদিও এই বলয়গ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকার উত্তরপূর্ব অংশ থেকে, ইউরোপ ও এশিয়ার উত্তর অংশ এবং অ্যান্টার্কটিক মহাসাগরের উত্তর অংশ থেকে।

Advertisement

গ্রহণ স্পর্শ– বেলা ১টা ৪৩ মিনিট।

বলয় গ্রাস আরম্ভ– ৩টে ২৫ মিনিট।

গ্রহণ মধ্য– ৪টে ১২ মিনিট।

আমান্ত– ৪টে ২৩ মিনিট।

বলয়গ্রাস সমাপ্ত– ৪টে ৫৯ মিনিট।

গ্রহণ মোক্ষ– সন্ধ্যা ৬টা ৪১ মিনিট।

গ্রহণ কাল– ৪ ঘণ্টা ৫৮ মিনিট।

গ্রহণ কালে গ্রহের অবস্থান– বুধ, চন্দ্র, রবি, রাহুর অবস্থান বৃষ রাশিতে। বুধ, চন্দ্র, রবির অবস্থান মৃগশিরা নক্ষত্রে। রাহু রোহিণী নক্ষত্রে। শুক্র মিথুন রাশিতে। মঙ্গল কর্কট রাশিতে। কেতু বৃশ্চিক রাশিতে। শনি মকর রাশিতে (বক্র গতি)। বৃহস্পতি কুম্ভ রাশিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন