গ্রহ অনুযায়ী বিবাহিত জীবন সুখ-শান্তিতে ভরিয়ে রাখার কিছু সহজ টিপস

বিবাহিত জীবনে সুখ খুঁজতে মানুষ কী না করে। সবার জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হল বিয়ের পর বিবাহিত জীবনকে সুখী রাখা। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই কিছু না কিছু সমস্যার সৃষ্টি হতে থাকে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ০০:০৫
Share:

বিবাহিত জীবনে সুখ খুঁজতে মানুষ কী না করে। সবার জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হল বিয়ের পর বিবাহিত জীবনকে সুখী রাখা। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই কিছু না কিছু সমস্যার সৃষ্টি হতে থাকে। অনেক সময় গ্রহের কারণে সমস্যা আসতে পারে। সেই সমস্যা কাটিয়ে উঠতে রইল সহজ কিছু টিপস।

Advertisement

গ্রহ শান্তির উপায়—

বৃহস্পতি: শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করিয়ে ধুতরো ফুলের মালা দিন।

Advertisement

রবি: প্রতি রবিবার সূর্যোদয়ের সময় কলাগাছে জল ঢালুন এবং জলে গুড় মিশিয়ে সূর্যার্ঘ প্রদান করুন।

মঙ্গল: প্রতি মঙ্গল ও শনিবার নিরামিষ সেদ্ধ খাবার ও পাকা কলা খাবেন। পুরুষেরা হনুমান চালিশা পাঠ করুন। প্রতি দিন সম্ভব না হলে সপ্তাহে তিন দিন পাঠ করুন।

চন্দ্র: প্রতি সোম ও বৃহস্পতিবার শিবলিঙ্গকে দুধ এবং গঙ্গাজল দিয়ে স্নান করান।

বুধ: প্রথমে গণেশ ও পরে বিষ্ণুর উদ্দেশে তুলসিপাতা অর্পণ করুন।

শুক্র: প্রতি শুক্রবার সাদা ফুলের মালা মা মনসা ও দেবী ভুবনেশ্বরীকে দিন এবং সেই দিন টক খাবেন না।

শনি: প্রতি শনিবার আদা খাবেন খুব অল্প পরিমাণে এবং বটগাছে জল ঢালুন।

কেতু: মনসা গাছকে প্রদীপ দেখাবেন ও ভিক্ষুককে কালো কাপড় দান করুন।

রাহু: প্রতি দিন কাক ও কুকুরকে মিষ্টি জাতীয় খাবার খাওয়ান ও মোষ বা কালো গরুর মাথায় সর্ষের তেল দিন।

আরও পড়ুন: সন্ধ্যাবেলা এই কাজ করুন, বাস্তু দোষ এবং বিপদ একেবারে কেটে যাবে

সংসারের মাঝে নিজেকে সুখী ও সুরক্ষিত রাখার কিছু টিপস—

১) প্রতি শনিবার বা রোজ কালো গরুর মাথায় সর্ষের তেল দিন।

২) বয়স্ক মহিলাদের সেবা করুন। কম্বল দান করুন।

৩) শনিবার সকালে নুন ও আদা খাবেন। নিরামিষ সব্জি সহকারে খিচুড়ি খাবেন।

৪) মঙ্গলবার সেদ্ধ খবার খাবেন। পাকা কলা খাবেন।

৫) শুক্রবার মনসাদেবীকে সাদা ফুল দিয়ে পুজো করুন ও দুধ কলা দিতে পারেন।

৬) শনি ও মঙ্গলবার দক্ষিণাকালীকে জবা ও অপরাজিতা ফুল দিয়ে পুজো করুন।

৭) প্রতি দিন সন্ধ্যাবেলা ধুনো ও গুগগুল জ্বালাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন