এই দিনটিকে অত্যন্ত শুভ একটি দিন বলে মানা হয়। এই দিন করা কিছু টোটকা আমাদের অর্থ-ভাগ্যে উন্নতি এনে দিতে পারে।
Guru Purnima

Guru Purnima 2022: গুরু পূর্ণিমায় করুন এই টোটকা, অর্থ-ভাগ্যে উন্নতি আসবেই

হিন্দুমতে এই দিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। যার ফলে এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। এই দিনটিকে অত্যন্ত শুভ একটি দিন বলে মানা হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ০৮:৪২
Share:

প্রতীকী চিত্র।

১৩ জুলাই ২০২২ বুধবার পালিত হবে গুরু পূর্ণিমা। হিন্দুমতে এই দিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। যার ফলে এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। এই দিনটিকে অত্যন্ত শুভ একটি দিন বলে মানা হয়। এই দিন করা কিছু টোটকা আমাদের অর্থ-ভাগ্যে উন্নতি এনে দিতে পারে।

Advertisement

দেখে নেব টোটকাগুলো কী কী—

১) এই দিন সকালে কোনও ভাবেই যেন কোনও খারাপ কাজ না হয় সে দিকে নজর রাখুন। এই দিন সকালে সম্ভব হলে গঙ্গাস্নান করুন। যে কোনও শুভদিনের শুরু যদি গঙ্গাস্নান দিয়ে করা হয়, তা হলে সারা বছরটা সুখ সমৃদ্ধিতে কাটে।

Advertisement

২) এই দিন সর্বপ্রথম সূর্যদেবকে জল অর্পণ করুন। এই দিন সূর্যদেবের উদ্দেশে জবাফুল অর্পণ করুন।

৩) এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং নিরামিষ যে কোনও খাবারের সঙ্গে সামান্য কেশর মিশিয়ে খান।

৪) এই দিন কোনও গরিব মানুষ বা যে কোনও মন্দিরে অথবা কোনও পুরোহিতকে সাধ্যমতো কিছু দান করুন।

৫) গুরু পূর্ণিমার দিন একটা লাল কাপড়ে কাঁচা হলুদ, গোটা একটা নারকেল মুড়ে মা লক্ষ্মীর সামনে রেখে দিন। পরের দিন সেই কাপড়টা টাকা রাখার জায়গায় রেখে দিন।

৬) যাঁদের গুরু মন্ত্র হয়ে গিয়েছে তাঁরা এই দিন অবশ্যই গুরুর দর্শন করুন।

৭) এই দিন বাড়ির সদর দরজায় অবশ্যই স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন