ঝুলনযাত্রা শুরুর দিন সহজ কিছু উপায়ের মাধ্যমে মনের বাসনা পূরণ করুন

আগামী ১৪ শ্রাবণ (৩০ জুলাই) বৃহস্পতিবার ঝুলনযাত্রা আরম্ভ। শ্রীকৃষ্ণের ভক্তদের জন্য ঝুলনযাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ভূলোকে রাধাকৃষ্ণের লীলা উৎসবই হল ঝুলনযাত্রা। শ্রীকৃষ্ণ পুজোর মাধ্যমে মানুষ শান্তি পেতে পারেন এবং মনের ইচ্ছা পূরণ করতে পারেন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০০:০৫
Share:

আগামী ১৪ শ্রাবণ (৩০ জুলাই) বৃহস্পতিবার ঝুলনযাত্রা আরম্ভ। শ্রীকৃষ্ণের ভক্তদের জন্য ঝুলনযাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ভূলোকে রাধাকৃষ্ণের লীলা উৎসবই হল ঝুলনযাত্রা। শ্রীকৃষ্ণ পুজোর মাধ্যমে মানুষ শান্তি পেতে পারেন এবং মনের ইচ্ছা পূরণ করতে পারেন। ঝুলনযাত্রার দিন সঠিক নিয়মে রাধাকৃষ্ণের পুজো করে এবং সহজ কিছু উপায়ের মাধ্যমে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন।

Advertisement

পুজোর নিয়ম—

রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করুন। সঙ্গে অবশ্যই গণেশের মূর্তি বা ছবি রাখবেন। প্রথমে গণেশের পুজো করবেন, তার পর রাধাকৃষ্ণের পুজো করবেন। যথাসাধ্য মিষ্টান্য নিবেদন করুন এবং হলুদ রঙের ফুল ও ফল অর্পণ করুন। একটা কথা বিশেষ করে মনে রাখতে হবে, এই পুজোর স্থানটি যেন খুব শান্ত হয়।

Advertisement

সহজ কিছু উপায়—

• এই দিন রাধাকৃষ্ণকে হলুদ বস্ত্র দিয়ে সাজান।

• এই দিন শ্রীকৃষ্ণের মন্দিরে ময়ূরের পালক ও মুকুট দান করুন।

আরও পড়ুন: স্বামী-স্ত্রীর ঝগড়া কি ছাড়াছাড়ির পর্যায় এসে দাঁড়িয়েছে? সহজ কিছু উপায়ে প্রতিকার করুন

• এই দিন পুজোর সময় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালতে হবে।

• পুজো শেষে গীতা পাঠ ও গায়ত্রীমন্ত্র জপ করতে হবে।

• রাধাকৃষ্ণের চরণে তুলসীপাতা অর্পণ করতে হবে।

• এই দিন দরিদ্রদের দান করতে হবে।

• বাড়িতে নরনারায়ণ সেবার ব্যবস্থা করতে হবে।

• পুজো হলুদ বস্ত্র পরে করতে হবে।

• পুজোর জায়গায় এক টুকরো চন্দন রাখুন। এতে বাড়িতে শুভ শক্তি প্রবেশ করে।

• এই দিন জল দান করলে জীবনে সুখ সমৃদ্ধি লাভ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন