Krishna Janmashtami

Krishna Janmashtami: জন্মাষ্টমীর দিন এই টোটকাগুলির পালনে জীবন বদলে যেতে পারে

আগামী ৩০ অগস্ট সোমবার জন্মাষ্টমী। এই দিন ঘরে ঘরে উৎসব পালন করা হয়। জন্মাষ্টমী অত্যন্ত পবিত্র একটি দিন। কিছু শুভ কাজ রয়েছে যা এই দিন পালন করতে পারলে খুব শুভ ফল পাওয়া যায়।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ০৭:৫৩
Share:

প্রতীকী চিত্র।

আগামী ৩০ অগস্ট সোমবার জন্মাষ্টমী। এই দিন ঘরে ঘরে উৎসব পালন করা হয়। জন্মাষ্টমী অত্যন্ত পবিত্র একটি দিন। কিছু শুভ কাজ রয়েছে যা এই দিন পালন করতে পারলে খুব শুভ ফল পাওয়া যায়। আবার কিছু কাজ আছে যা এই দিন করতে নেই। এই বিশেষ দিনে কিছু টোটকা রয়েছে তা যদি পালন করা হয় তা হলে জীবনে নানা দিকে উপকৃত হওয়া যায়।

Advertisement

জন্মাষ্টমীর টোটকা

• জন্মাষ্টমীর দিন অবশ্যই গোপাল বা রাধাকৃষ্ণকে দুধ, সাদা চন্দন, গোলাপ জল এবং গোলাপের পাপড়ি দিয়ে অভিষেক করান।

Advertisement

• এই দিন অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হয়। জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন।

• এই দিন স্বামী-স্ত্রী একসঙ্গে কোনও রাধাকৃষ্ণের মন্দিরে রুপোর বাঁশি অর্পণ করুন। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট হয়।

• জন্মাষ্টমীর দিন বাড়িতে পুজো হোক বা না হোক আমিষ আহার গ্রহণ করবেন না।

• এই দিন গোপালকে কেশর মিশ্রিত জল বা দুধ দিয়ে স্নান করান।

• জন্মাষ্টমীর দিন কোনও ভাবেই তুলসী পাতা তোলা যাবে না।

• এই দিন শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা এবং তুলসী মঞ্জরি অর্পণ করুন।

• এই দিন কোনও ভাবেই কারও সঙ্গে কলহে লিপ্ত হওয়া যাবে না। তা হলে জীবনে খুব ক্ষতি হয়ে যাবে।

• এই দিন সাধ্য মতো গরিবদের কিছু দান করুন। মনে রাখবেন এই দিন যত ভাল কাজ করা যায় ঠিক ততটাই পূণ্য অর্জন করা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন