Alum

ফিটকিরি দিয়ে করা এই ক’টি উপায় সংসারে শুভ প্রভাব বয়ে আনে

এই কথাটা প্রচলিত আছে যে, কপালে যা লেখা আছে আমাদের জীবনে তা-ই ঘটবে। কিন্তু এই কথাটাও সত্যি যে জ্যোতিষে কিছু উপায় রয়েছে যার সাহায্য নিলে নানা দিক থেকে জীবনের সমস্যার সমাধান হতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ০৭:৫৬
Share:

প্রতীকী চিত্র।

এই কথাটা প্রচলিত আছে যে, কপালে যা লেখা আছে আমাদের জীবনে তা-ই ঘটবে। কিন্তু এই কথাটাও সত্যি যে জ্যোতিষে কিছু উপায় রয়েছে যার সাহায্য নিলে নানা দিক থেকে জীবনের সমস্যার সমাধান হতে পারে। জ্যোতিষ উপায় করার জন্য ফিটকিরি অত্যন্ত উপকারী একটি জিনিস।

Advertisement

উপায়—

• সংসারে সুখ শান্তি বজায় রাখতে একটা পানপাতার ওপর অল্প ফিটকিরি ও সিঁদুর নিয়ে মুড়িয়ে অশ্বত্থ গাছের নীচে পুঁতে দিলে খুব উপকার পাওয়া যায়।

Advertisement

• স্বামী-স্ত্রী কলহ যদি অত্যন্ত বেড়ে যায়, তা হলে রাতে বাড়ির কর্তার মাথার কাছে একটা পাত্রে কিছুটা জল ও ফিটকিরি সারা রাত রেখে পরের দিন সেই জল বট গাছে অর্পণ করলে ভাল ফল পাওয়া যায়।

• নজর-দোষ থেকে বাঁচার জন্য যে মানুষের নজর আছে তাঁর মাথার ওপর থেকে পা পর্যন্ত সাতটা ফিটকিরির টুকরোকে ঘুরিয়ে নিয়ে তা আগুনে পুড়িয়ে ফেলতে হবে।

• সপ্তাহে অন্তত তিন দিন ফিটকিরির জলে স্নান করা অত্যন্ত উপকারী।

• প্রতি দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ফিটকিরির গুড়ো দিয়ে দাঁত পরিষ্কার করলে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

• যে কোনও ব্যবসায় দ্বিগুণ উন্নতি করতে দোকানের দরজার সামনে কালো কাপড়ে কিছুটা ফিটকিরি বেঁধে ঝুলিয়ে দিন।

• যে কোনও ভাল তিথিতে একটা কালো কাপড়ে কিছুটা ফিটকিরি এবং পাঁচটা নীল রঙের ফুল নিয়ে একসঙ্গে মন্দিরে প্রদান করুন।

• যদি মনে হয় ঘরে বাস্তু দোষ দেখা যাচ্ছে বা ঘরে নেগেটিভ এনার্জি খুবই বৃদ্ধি পাচ্ছে, তা হলে দরজা বা জানলার সামনে একটা কাচের পাত্রে কিছুটা ফিটকিরি রেখে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement