Summer Solstice 2025

করতেই হবে পাঁচটি কাজ, না-করলে বিপদে পড়বেন ২১ জুন! উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিনে মেনে চলবেন কী কী?

ভাল হোক বা খারাপ, ২১ জুন সকল রাশির জীবনেই নানা নতুন জিনিসের সূত্রপাত ঘটে। সেটা হয়তো আমরা সেই দিনই বুঝতে পারি না, তবে পরে গিয়ে ঠিকই সেটা লক্ষ্য করি।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৫:৫৯
Share:

—প্রতীকী ছবি।

২১ জুন হল উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। এই দিন সূর্য উত্তর অক্ষাংশের উপর ২৩.৫ ডিগ্রি কোণে অবস্থান করে। ফলত উত্তর অক্ষাংশে অবস্থিত দেশগুলির উপর অন্যান্য দিনের তুলনায় অধিক পরিমাণে সূর্যের আলো পড়ে। ভূগোলের ভাষায় একে বলে সূর্যের উত্তরায়ণ। জ্যোতিষশাস্ত্রে এই দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে মানা হয় যে এই দিন থেকে সকল রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন আসা শুরু হয়। ভাল হোক বা খারাপ, ২১ জুন সকল রাশির জীবনেই নানা নতুন জিনিসের সূত্রপাত ঘটে। সেটা হয়তো আমরা সেই দিনই বুঝতে পারি না, তবে পরে গিয়ে ঠিকই সেটা লক্ষ্য করি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২১ জুন দিনটি অত্যন্ত শক্তিশালী একটি দিন। এই দিন কয়েকটি জিনিস মাথায় রেখে চলতে হবে। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

২১ জুন কী কী করা যাবে ও করা যাবে না?

১. এই দিন কালো ও নীল রঙের পোশাক পরা যাবে না। বদলে যে কোনও হালকা রঙের পোশাক পরতে পারেন।

Advertisement

২. ২১ জুন সন্ধ্যাবেলা বাড়ির সদর দরজার সামনে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালবেন। মাটির প্রদীপ জ্বালতে পারলে খুব ভাল হয়। অন্যান্য প্রদীপ জ্বাললেও কোনও সমস্যা নেই।

৩. এই দিন কারও সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। যে কোনও প্রকার ঝগড়া থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে। বাড়িতে কোনও ভাবেই কোনও অশান্তি করা যাবে না, তা হলে মা লক্ষ্মী রুষ্ট হবেন।

৪. ২১ জুন স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে ১০৮ বার ‘ওম নম ভগবতে বাসদেবায় নমঃ।।’ মন্ত্রটি পাঠ করবেন। খুব ভাল ফল পাবেন।

৫. এই দিন অযথা ব্যয় করবেন না। যেটুকু দরকার সেটুকুই খরচা করবেন, বিলাসিতার পিছনে টাকা ওড়াবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement