অফিস পলিটিক্স থেকে বাঁচার সহজ কিছু টিপস

অফিসে বা কর্মক্ষেত্রে নানা রকম মানুষ আমাদের সহকর্মী হন। যাঁদের সঙ্গে দিনের অনেকটা সময় এক সঙ্গে কাটাতে হয়। কিছু সহকর্মী থাকেন, যাঁরা নিজের মতো কাজ করেন। কিছু সহকর্মী আবার অফিস পলিটিক্সটাকেই পরম ধর্ম বলে মনে করেন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২২ জুন ২০১৯ ০০:০০
Share:

অফিসে বা কর্মক্ষেত্রে নানা রকম মানুষ আমাদের সহকর্মী হন। যাঁদের সঙ্গে দিনের অনেকটা সময় এক সঙ্গে কাটাতে হয়। কিছু সহকর্মী থাকেন, যাঁরা নিজের মতো কাজ করেন। কিছু সহকর্মী আবার অফিস পলিটিক্সটাকেই পরম ধর্ম বলে মনে করেন। এই ধরনের পলিটিক্স থেকে কী ভাবে বাঁচবেন তাঁর সহজ কিছু টিপস দেওয়া হল।

Advertisement

১) নিজের কেবিনের দক্ষিণ বা পশ্চিম দিকে বসতে হবে, এবং আপনার মুখ থাকবে উত্তর বা পূর্ব দিকে।

২) কখনও দরজা বা জানলার দিকে পিঠ করে বসবেন না। যদি পিছন দিকে কোনও জানলা থাকেও, তা হলে সেটা বন্ধ করে রাখতে হবে এবং তার নীচে গাছ রাখতে হবে।

Advertisement

৩) কেবিনের দক্ষিণ-পশ্চিম কোণ কখনও ফাঁকা রাখা যাবে না, কিছু না কিছু জিনিস রাখতেই হবে যেমন— ফাইল, ক্যাবিনেট, গাছ ইত্যাদি।

৪) কখনও বিমের নীচে বসে কাজ করতে নেই। এতে কর্মক্ষেত্রে সকলের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: বাস্তু যা বলে, ফেং শ্যুই বলে তার উল্টো (শেষ অংশ)

৫) কাজের সময় কম্পিউটার মনিটারের মুখ থাকবে দক্ষিণ বা পশ্চিম দিকে এবং কাজের সময় আপনার মুখ থাকবে পূর্ব অথবা উত্তর দিকে।

৬) কর্মক্ষেত্রে নিজের জায়গা ঠিক রাখার জন্য আপনার বসার পিছন দিকের দেওয়ালে উদিত সূর্য, উঁচু বাড়ি বা গাছপালা এবং পর্বতের ছবি লাগান।

৭) অনেক সময় দেখা যায়, কর্মীদের খুব ছোট্ট জায়গায় পিঠে পিঠ লাগিয়ে কাজ করতে দেওয়া হয়। এর ফলে কর্মস্থানে পজিটিভ এনার্জি প্রবাহ বাধা পায় যা কর্মরতদের খিটখিটে ও বিষণ্ণ করে তোলে। এতে কাজের অনেক ক্ষতি হয়ে যায়। তাই সব সময় চেষ্টা করতে হবে যে, খোলামেলা জায়গায় একে অন্যের মুখোমুখি বসে কাজ করতে। এতে সহযোগী মনোভাব বজায় থাকবে এবং কাজ ভাল হবে।

8) কেবিনের মধ্যে তাজা মরসুমি ফুল, যে কোনও ফুল গাছ বা যে কোনও গাছ রাখতে হবে। এতে সতেজ মনে আনন্দ সহকারে কাজ করা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন