জীবনের নানা সমস্যার সমাধানহয়ে যেতে পারেসহজ কয়েকটি টিপসে

অনেকরই মনে প্রশ্ন জাগে, বাস্তুর নিয়ম মেনে চললেই কি জীবনে সমস্যার সমাধান করা যায়? উত্তরে বলা যেতে পারে, হ্যাঁ। তবে সব নিয়ম সঠিক ভাবে পালন করতে হবে এবং বিশ্বাস ও ধৈর্য অবশ্যই রাখতে হবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২০ ০০:০৫
Share:

অনেকরই মনে প্রশ্ন জাগে, বাস্তুর নিয়ম মেনে চললেই কি জীবনে সমস্যার সমাধান করা যায়? উত্তরে বলা যেতে পারে, হ্যাঁ। তবে সব নিয়ম সঠিক ভাবে পালন করতে হবে এবং বিশ্বাস ও ধৈর্য অবশ্যই রাখতে হবে।

Advertisement

সমস্যার সমাধানে বাস্তু টিপস—

১) মন খুব অস্থির ও চঞ্চল থাকলে বাড়ির উত্তর-পূর্ব দিকে একাগ্র মনে একটু বসে থাকুন।

Advertisement

২) পরিবারের সকলের মধ্যে মনোমালিন্য থাকলে, ঘরের দক্ষিণ-পশ্চিমদেওয়ালে পারিবারিক ছবি লাগান।

৩) বাড়িতে প্রবেশের মুখে যদি অনেকটা দেওয়াল খালি থাকে, তবে সেই জায়গা খালি না রেখে ছবি লাগান।

৪) সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি করতে পূর্ব দিকের দেওয়ালে সূর্য উদয়ের ছবি রাখুন।

আরও পড়ুন:একটি সুপারির মধ্যে এত গুণ রয়েছে জানলে অবাক হবেন

৫) বাড়িতে আর্থিক উন্নতি বজায় রাখতে লাল ঘোড়ার ছবি রাখা উপযুক্ত।

৬) রান্নাঘরে আগুন ও জলের ব্যবস্থা যতটা সম্ভব দূরে রাখতে হবে।

৭) রাতে ঘুমনোর সময় স্ত্রী সব সময় স্বামীর বাঁ দিকে থাকলে সম্পর্ক খুব ভাল থাকে।

৮) খাটের নীচ সব সময় পরিষ্কার ও ফাঁকা রাখতে হবে।

৯) জীবনে সাফল্য পেতে উত্তর-পূর্ব দিকে মাছের আ্যকোয়ারিয়াম রাখতে হবে।

১০) বাড়ির সকলের সঙ্গে সকলের সম্পর্ক ভাল রাখতে ঘরের পূর্ব দিকে বেশি করে গাছ রাখুন।

১১) বাড়ির জানলা দরজার যোগফল যেন সব সময় জোড় সংখ্যার হয়।

১২) বাড়ির দক্ষিণ-পশ্চিমের ঘরগুলিকেই শোবার ঘর বানান।

১৩) বাড়ির উত্তর-পূর্ব দেওয়ালে সূর্যমুখী ফুলের অথবা লম্বা রাস্তা রয়েছে এমন ছবি লাগান।

১৪) পড়াশোনার টেবিল পূর্ব দিকে রাখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন