সকাল থেকে ব্যবসায় খুব ভাল গতি আসবে। ক্রেতাকে কোনও কথা বলার সুযোগ দেবেন না।
গাড়ি একটু সাবধানে চালানোর দরকার। শেয়ারে লক্ষ্য অর্জনে সফল হবেন। পেটের অসুখ থেকে বাঁচতে খাবার সাত্ত্বিক রাখুন। বিদেশে যাওয়ার পরিকল্পনায় আজ সফল হতে পারেন। দরকারি কাজগুলো সকালের দিকে করতে যাবেন না, দুপুরের পরে করবেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে আপনি সাহায্য পাবেন।