আপনার কাজের প্রতি নিষ্ঠা দেখে আপনার ঊর্ধ্বতন কর্তা খুশি হবেন। আত্মবিশ্বাসের অভাব থাকলে আজ কাজে ক্ষতি হয়ে যেতে পারে।
আজকে খরচ করার আগে এবং কাউকে ধার দেওয়ার আগে দশ বার ভাবুন। জীবনসঙ্গীকে মনের কথা বলতে গিয়ে পরিণতি খারাপের দিকে যেতে পারে। খুব বেশি ভিড় জায়গা এড়িয়ে চলুন। খাবারের তালিকায় শাকসব্জি রাখুন।