বন্ধুর সহায়তায় আজ কোনও কাজ করতে হতে পারে। যতটা সম্ভব সহায়তা না নিয়ে কাজটা মেটানোর চেষ্টা করুন।
জীবনসঙ্গীর আচরণে মনে আনন্দের সৃষ্টি হবে ঠিকই, তবে বেশি মেতে যাবেন না। ঘরের আসবাবপত্র কেনার জন্য আজ খুব ভাল দিন। সন্তানের জন্য তাদের শিক্ষকের কাছে কটু বাক্য শুনতে হতে পারে। ব্যবসায় কর্মচারীরা আপনাকে ঠকাতে পারেন। ধার্মিক কাজে মনোনিবেশ করতে ইচ্ছা জাগবে।